দামি প্রোডাক্ট নয়, মুশকিল আসান এক চিমটে নুন! বর্ষায় ঘর শুকনো রাখতে চাইলে ট্রাই করে দেখুন এই ঘরের টোটকা! ড্যাম্প উধাও!

Last Updated:
Tips and Tricks: দামি প্রোডাক্ট নয়, মুশকিল আসান নুন! বর্ষায় ঘর শুকনো রাখতে চাইলে ট্রাই করে দেখুন এই টোটকা! বাথরুম হোক বা বেসমেন্ট, এক চিমটে রক সল্টেই বিদায় দিন ঘরের স্যাঁতসেঁতে ভাবকে।
1/8
বর্ষার সময় টানা বৃষ্টির ফলে ঘরে আর্দ্রতা জমে যায়। মেঝেতে সবসময় আর্দ্রতা অনুভব হয়। এই সমস্যা দূর করতে দামি প্রোডাক্ট কেনার দরকার নেই। রান্নাঘরে থাকা সাধারণ নুনই এই সমস্যার সমাধান করতে পারে।
বর্ষার সময় টানা বৃষ্টির ফলে ঘরে আর্দ্রতা জমে যায়। মেঝেতে সবসময় আর্দ্রতা অনুভব হয়। এই সমস্যা দূর করতে দামি প্রোডাক্ট কেনার দরকার নেই। রান্নাঘরে থাকা সাধারণ নুনই এই সমস্যার সমাধান করতে পারে।
advertisement
2/8
দেহরাদুনের বাসিন্দা দীপিকা জানিয়েছেন, আমরা সাধারণত রান্নায় নুন ব্যবহার করি। কিন্তু ঘরের স্যাঁতসেঁতে ভাব ও আর্দ্রতা দূর করতেও এটি ভীষণ কার্যকর হতে পারে।
দেহরাদুনের বাসিন্দা দীপিকা জানিয়েছেন, আমরা সাধারণত রান্নায় নুন ব্যবহার করি। কিন্তু ঘরের স্যাঁতসেঁতে ভাব ও আর্দ্রতা দূর করতেও এটি ভীষণ কার্যকর হতে পারে।
advertisement
3/8
দীপিকার কথায়, “নুন আমরা প্রতিদিনের খাবারে দিই। কিন্তু এর হাইজ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে, ফলে এটি এক প্রাকৃতিক ডিহিউমিডিফায়ারের মতো কাজ করে।”
দীপিকার কথায়, “নুন আমরা প্রতিদিনের খাবারে দিই। কিন্তু এর হাইজ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে এটি বাতাস থেকে আর্দ্রতা শোষণ করতে পারে, ফলে এটি এক প্রাকৃতিক ডিহিউমিডিফায়ারের মতো কাজ করে।”
advertisement
4/8
কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন ৮ উপায়! অবিশ্বাস্য এই টোটকা একবার চেষ্টা করে দেখুন, ঘর থেকে আর্দ্রতা হবে উধাও। 
কীভাবে ব্যবহার করবেন? জেনে নিন ৮ উপায়! অবিশ্বাস্য এই টোটকা একবার চেষ্টা করে দেখুন, ঘর থেকে আর্দ্রতা হবে উধাও।
advertisement
5/8
খোলা মুখের পাত্রে নুন রাখতে পারেন। চওড়া মুখের বাটি, থালা বা যেকোনো খোলা পাত্রে নুন রেখে দিন।আপনি সাধারণ নুনের পাশাপাশি মোটা দানার নুন (রক সল্ট) ব্যবহার করতে পারেন। তবে মোটা নুন বেশি কার্যকর, কারণ বড় দানার ফলে এটি বেশি পরিমাণে আর্দ্রতা শোষণ করতে সক্ষম।
খোলা মুখের পাত্রে নুন রাখতে পারেন। চওড়া মুখের বাটি, থালা বা যেকোনো খোলা পাত্রে নুন রেখে দিন। আপনি সাধারণ নুনের পাশাপাশি মোটা দানার নুন (রক সল্ট) ব্যবহার করতে পারেন। তবে মোটা নুন বেশি কার্যকর, কারণ বড় দানার ফলে এটি বেশি পরিমাণে আর্দ্রতা শোষণ করতে সক্ষম।
advertisement
6/8
ঘরের যে সব জায়গায় স্যাঁতসেঁতে ভাব থাকে যেমন বাথরুম, বেসমেন্ট, আলমারির ভেতর বা দেয়ালের আশেপাশে—সেই সব জায়গায় এই নুনের পাত্র রেখে দিন।ধীরে ধীরে নুন আর্দ্রতা শোষণ করে ভিজে ও শক্ত হয়ে যাবে।
ঘরের যে সব জায়গায় স্যাঁতসেঁতে ভাব থাকে যেমন বাথরুম, বেসমেন্ট, আলমারির ভেতর বা দেয়ালের আশেপাশে—সেই সব জায়গায় এই নুনের পাত্র রেখে দিন। ধীরে ধীরে নুন আর্দ্রতা শোষণ করে ভিজে ও শক্ত হয়ে যাবে।
advertisement
7/8
নুন সম্পূর্ণ ভিজে গেলে সেটি পাল্টে ফেলুন। ভেজা নুন ফেলে দিতে পারেন অথবা রোদে শুকিয়ে আবার ব্যবহার করতে পারেন।নিয়মিত নুন পরীক্ষা করুন এবং প্রয়োজনে পাল্টান। এছাড়াও, আপনি নুন একটি তুলো বা জাল কাপড়ে বেঁধে কাপড়ের আলমারি বা জুতোর র‍্যাকে রেখে দিতে পারেন।
নুন সম্পূর্ণ ভিজে গেলে সেটি পাল্টে ফেলুন। ভেজা নুন ফেলে দিতে পারেন অথবা রোদে শুকিয়ে আবার ব্যবহার করতে পারেন। নিয়মিত নুন পরীক্ষা করুন এবং প্রয়োজনে পাল্টান। এছাড়াও, আপনি নুন একটি তুলো বা জাল কাপড়ে বেঁধে কাপড়ের আলমারি বা জুতোর র‍্যাকে রেখে দিতে পারেন।
advertisement
8/8
এটি শুধু আর্দ্রতা নয়, কাপড় বা জুতোর মধ্যে ছত্রাক গঠন থেকেও রক্ষা করবে।সস্তায়, সহজে আর প্রাকৃতিক উপায়ে ঘরের স্যাঁতসেঁতে ও আর্দ্রতা দূর করতে চাইলে – এই নুনের টোটকাই কিন্তু হতে পারে ম্যাজিক!
এটি শুধু আর্দ্রতা নয়, কাপড় বা জুতোর মধ্যে ছত্রাক গঠন থেকেও রক্ষা করবে। সস্তায়, সহজে আর প্রাকৃতিক উপায়ে ঘরের স্যাঁতসেঁতে ও আর্দ্রতা দূর করতে চাইলে – এই নুনের টোটকাই কিন্তু হতে পারে ম্যাজিক!
advertisement
advertisement
advertisement