ইনভার্টার AC না নন-ইনভার্টার AC...? কোনটা কিনবেন? খরচ 'কম' কোন এসিতে? কেনার আগে জানা Must!

Last Updated:
Inverter Vs Non Inverter AC: ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসি কেনেন অনেকেই। তবে বেশি গরম পড়ায় এসি কিনতে গিয়ে প্রায়ই দোকানে গলদঘর্ম হতে হচ্ছে ক্রেতাদের। একই এয়ার কন্ডিশনিং মেশিন, অথচ ফিচার এক এক রকম। ইদানীং আবার ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির কথা শোনা যাচ্ছে।
1/12
গরমের হাঁসফাঁস হাল অব্যাহত দেশ জুড়েই। তাই এসি বা এয়ারকন্ডিশন এখন আর বিলাসতা নয় এটি এখন জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক প্রবলভাবে বেড়েছে।
গরমের হাঁসফাঁস হাল অব্যাহত দেশ জুড়েই। তাই এসি বা এয়ারকন্ডিশন এখন আর বিলাসতা নয় এটি এখন জনজীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। বৈশাখের শুরু থেকে সীমাহীন গরমে এসি কেনার ঝোঁক প্রবলভাবে বেড়েছে।
advertisement
2/12
ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসি কেনেন অনেকেই। তবে বেশি গরম পড়ায় এসি কিনতে গিয়ে প্রায়ই দোকানে গলদঘর্ম হতে হচ্ছে ক্রেতাদের। একই এয়ার কন্ডিশনিং মেশিন, অথচ ফিচার এক এক রকম। ইদানীং আবার ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির কথা শোনা যাচ্ছে।
ঘরের মাপ অনুযায়ী ১ টন, ১.৫ টন কিংবা ২ টনের এসি কেনেন অনেকেই। তবে বেশি গরম পড়ায় এসি কিনতে গিয়ে প্রায়ই দোকানে গলদঘর্ম হতে হচ্ছে ক্রেতাদের। একই এয়ার কন্ডিশনিং মেশিন, অথচ ফিচার এক এক রকম। ইদানীং আবার ইনভার্টার এসি এবং নন-ইনভার্টার এসির কথা শোনা যাচ্ছে।
advertisement
3/12
এই দুই ধরণের এসির মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ কমানো যাবে বা ইনভার্টার এসি আর নন-ইনভার্টার এসির মধ্যে আদতে পার্থক্যই বা কী? আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এসির দুই বিশেষ প্রকারভেদের তারতম্যের আসল কারণ।
এই দুই ধরণের এসির মধ্যে কোনটি কিনলে বিদ্যুতের খরচ কমানো যাবে বা ইনভার্টার এসি আর নন-ইনভার্টার এসির মধ্যে আদতে পার্থক্যই বা কী? আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক এসির দুই বিশেষ প্রকারভেদের তারতম্যের আসল কারণ।
advertisement
4/12
কোনটি দ্রুত ঠান্ডা দেয় ইনভার্টার এসি না নন-ইনভার্টার?এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায় যে কোন এসি দ্রুত রুম ঠান্ডা করতে পারে, ইনভার্টার নাকি নন-ইনভার্টার? প্রথমে ইনভার্টার এসির কথা বলি, এই এসির কাজ হল কম্প্রেসারের মোটরের গতি নিয়ন্ত্রণ করা।
কোনটি দ্রুত ঠান্ডা দেয় ইনভার্টার এসি না নন-ইনভার্টার?এই প্রশ্নটি অনেকের মনেই ঘুরপাক খায় যে কোন এসি দ্রুত রুম ঠান্ডা করতে পারে, ইনভার্টার নাকি নন-ইনভার্টার? প্রথমে ইনভার্টার এসির কথা বলি, এই এসির কাজ হল কম্প্রেসারের মোটরের গতি নিয়ন্ত্রণ করা।
advertisement
5/12
এই কারণে যখন আপনার রুম ঠান্ডা হয়ে যায়, তখন ইনভার্টার এসি কম্প্রেসারকে থামতে দেয় না কিন্তু কম্প্রেসারকে কম গতিতে চলতে দেয়। অন্যদিকে, নন-ইনভার্টার এসি ঠিক বিপরীত কাজটি করে।
এই কারণে যখন আপনার রুম ঠান্ডা হয়ে যায়, তখন ইনভার্টার এসি কম্প্রেসারকে থামতে দেয় না কিন্তু কম্প্রেসারকে কম গতিতে চলতে দেয়। অন্যদিকে, নন-ইনভার্টার এসি ঠিক বিপরীত কাজটি করে।
advertisement
6/12
একটি ইনভার্টার এসির কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।
একটি ইনভার্টার এসির কম্প্রেসর মোটরটি তার গতি নিয়ন্ত্রণ করতে পারে। একবার ঘর ঠান্ডা কিংবা উষ্ণ হলে, ইনভার্টার প্রযুক্তির এয়ার কন্ডিশনার মেশিন শক্তি সঞ্চয় করতে থাকে। এটি ঘরের প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা বজায় রাখতে মোটরের গতিও কমিয়ে দেয়।
advertisement
7/12
এছাড়াও এক ইউনিটে পৌঁছানোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তরিত করে। যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে।
এছাড়াও এক ইউনিটে পৌঁছানোর আগেই ইনভার্টার এসি গ্রিড থেকে ডিসি পাওয়ারকে এসিতে রূপান্তরিত করে। যে কারণে একদিকে যেমন মেশিনের দক্ষতা বৃদ্ধি পায়, তেমনই এই প্রক্রিয়া বিদ্যুতের বিলও কম করতে সাহায্য করে।
advertisement
8/12
নন-ইনভার্টার এসির কম্প্রেসর নির্দিষ্ট গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। ফের ঘর গরম হলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।
নন-ইনভার্টার এসির কম্প্রেসর নির্দিষ্ট গতি মেনে চলে। কম্প্রেসর চালু থাকলে ঘরের ভিতরের তাপমাত্রা কমতেই থাকবে। ঘর বেশ ঠান্ডা হয়ে গেলে কম্প্রেসর বন্ধ হয়ে যায়। ফের ঘর গরম হলে সেটি ফের চালু করে দেয়। তবে এক্ষেত্রে বিদ্যুতের খরচ বেশি হতে পারে।
advertisement
9/12
এসি কিনতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবে খেয়াল রাখবেন, ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি।
এসি কিনতে গেলে এই বিষয়গুলো মাথায় রাখা উচিত। তবে খেয়াল রাখবেন, ইনভার্টার এসির পার্টসের দাম নন-ইনভার্টার এসির চেয়ে একটু বেশি।
advertisement
10/12
মূল্য:আপনি অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই ইনভার্টার এবং নন-ইনভার্টার এসি পাবেন বাজারে। তবে এখানে লক্ষণীয় বিষয় হল যে উভয় মডেলের দাম বেশ আলাদা। নন-ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে।
মূল্য:আপনি অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই ইনভার্টার এবং নন-ইনভার্টার এসি পাবেন বাজারে। তবে এখানে লক্ষণীয় বিষয় হল যে উভয় মডেলের দাম বেশ আলাদা। নন-ইনভার্টার এসির তুলনায় ইনভার্টার এসির জন্য আপনাকে বেশি টাকা দিতে হবে।
advertisement
11/12
শক্তি সঞ্চয়এসি কেনার সময় বুদ্ধিমত্তা না দেখালে কিন্তু এসি কেনার পর বিপুল বিদ্যুতের বিল আপনার পকেট ফাঁকা করে দিতে পারে। একটি নন-ইনভার্টার এসি কিনলে, আপনি শুরুতে অর্থ সাশ্রয় করবেন ঠিক।
শক্তি সঞ্চয়এসি কেনার সময় বুদ্ধিমত্তা না দেখালে কিন্তু এসি কেনার পর বিপুল বিদ্যুতের বিল আপনার পকেট ফাঁকা করে দিতে পারে। একটি নন-ইনভার্টার এসি কিনলে, আপনি শুরুতে অর্থ সাশ্রয় করবেন ঠিক।
advertisement
12/12
তবে এক্ষেত্রে, এসি কেনার পরে, নন-ইনভার্টার এসি অচিরেই আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে। কারণ ইনভার্টার এসির মডেলগুলি নন-ইনভার্টার এসির তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। যদি বিদ্যুতের ব্যবহার কমে যায় তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন বিদ্যুৎ বিলের উপর এর সরাসরি প্রভাব।
তবে এক্ষেত্রে, এসি কেনার পরে, নন-ইনভার্টার এসি অচিরেই আপনার বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে। কারণ ইনভার্টার এসির মডেলগুলি নন-ইনভার্টার এসির তুলনায় কম বিদ্যুৎ খরচ করে। যদি বিদ্যুতের ব্যবহার কমে যায় তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন বিদ্যুৎ বিলের উপর এর সরাসরি প্রভাব।
advertisement
advertisement
advertisement