North Bengal Tourism: বর্ষায় পাহাড় ট্যুর!দুরন্ত adventure-এর জন্য বিরাট সুযোগ করে দিল ভারতীয় রেল,আজই খোঁজ নিন

Last Updated:
২১ কোচের এই ট্রেনে ১৬ টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দুটি। পুরোপুরি বুকিং হয়েছে আজ এই ট্রেনের ।
1/5
ট্রেনের চালক সেলফিতে মও ট্রেনের সঙ্গে কারণ তার জেলাতে প্রথম দূরপাল্লার ট্রেন চালু হল।
ট্রেনের চালক সেলফিতে মত্ত ট্রেনের সঙ্গে কারণ তাঁর জেলাতে প্রথম দূরপাল্লার ট্রেন চালু হল।
advertisement
2/5
জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ যাবার ক্ষেত্রে সুবিধে হল জলপাইগুড়ি শিয়ালদহ নতুন ট্রেন চালু করার খুশির মহল তিস্তা পাড়ে।
জলপাইগুড়ি রোড স্টেশন থেকে শিয়ালদহ যাবার ক্ষেত্রে সুবিধে হল জলপাইগুড়ি শিয়ালদহ নতুন ট্রেন চালু করার খুশির আবহ তিস্তা পাড়ে।
advertisement
3/5
শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ জলপাইগুড়ি রোড় টু শিয়ালদহ ট্রেন।
শনিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করল জলপাইগুড়ি রোড থেকে শিয়ালদহ জলপাইগুড়ি রোড় টু শিয়ালদহ ট্রেন।
advertisement
4/5
নতুন ট্রেন পেয়ে আত্মহারা কার্তিক চন্দ্র দাস, কারন নতুন এই ট্রেনটি কার্তিক বাবুর মামা বাড়ি মুর্শিদাবাদ ছুঁয়ে কলকাতা পৌঁছবে।
নতুন ট্রেন পেয়ে আত্মহারা কার্তিক চন্দ্র দাস, কারণ নতুন এই ট্রেনটি কার্তিক বাবুর মামা বাড়ি মুর্শিদাবাদ ছুঁয়ে কলকাতা পৌঁছবে।
advertisement
5/5
২১ কোচের এই ট্রেনে ১৬ টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দুটি। পুরোপুরি বুকিং হয়েছে আজ এই ট্রেনের । আগামী ২০ জুন থেকে ট্রেনটি পুরোদমে চলবে। ফলে তখন ট্রেনটির চাহিদা বাড়বে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।
২১ কোচের এই ট্রেনে ১৬ টি এসি থ্রি টিয়ার কোচ রয়েছে। স্লিপার কোচ রয়েছে দুটি। পুরোপুরি বুকিং হয়েছে আজ এই ট্রেনের । আগামী ২০ জুন থেকে ট্রেনটি পুরোদমে চলবে। ফলে তখন ট্রেনটির চাহিদা বাড়বে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।
advertisement
advertisement
advertisement