Tourism: পিলিভিট টাইগার রিজার্ভ ভ্রমণের পরিকল্পনা? এই জায়গাগুলো অবশ্যই ঘুরে দেখুন, না হলে যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে
- Published by:Pooja Basu
- local18
Last Updated:
পিটিআর-এ জঙ্গলে হাঁটার আনন্দ একেবারে অন্যরকম, ঘন শাল বনের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি অনন্য স্থান অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না।
বিশ্বখ্যাত পিলিভিট টাইগার রিজার্ভে নতুন পর্যটন মরশুম শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। উল্লেখ্য যে পিলিভিট টাইগার রিজার্ভের পর্যটন মরশুম ১ নভেম্বর, ২০২৫ থেকে শুরু হতে চলেছে। ব্যবস্থাপনার জন্য উত্তরপ্রদেশের সমস্ত ব্যাঘ্র সংরক্ষণাগারে উইকলি অফ কার্যকর করা হচ্ছে। তার ফলে যাঁরা ভ্রমণে আগ্রহী তাঁরা পরিকল্পনা শুরু করে দিয়েছেন। পিটিআর-এ জঙ্গলে হাঁটার আনন্দ একেবারে অন্যরকম, ঘন শাল বনের মধ্যে লুকিয়ে থাকা এমন একটি অনন্য স্থান অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না।
advertisement
advertisement
advertisement
সপ্ত সরোবরে কুঁড়েঘর তৈরি করা হয়েছিল-সপ্ত সরোবর ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল। সপ্ত সরোবরের প্রতি পর্যটকদের আকর্ষণের কারণে এটির উন্নয়ন ও সংরক্ষণের জন্য বিগত বছর কুঁড়েঘর তৈরি করা হয়েছিল। বন বিভাগ এই কুঁড়েঘরগুলিকে কর্মসংস্থানের জন্য গ্রাম কমিটির কাছে হস্তান্তর করেছে। সপ্ত সরোবরে পৌঁছানোর জন্য পর্যটকরা শারদা সাগর বাঁধ সড়কের খারজা খাল সেতুর উপর অবস্থিত প্রবেশদ্বার দিয়ে ব্যক্তিগত যানবাহনে প্রবেশ করতে পারবেন। এই পর্যটন স্থানটি দেখতে দর্শনার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে।
advertisement
চুকা বিচ সর্বদা পর্যটকে পূর্ণ থাকে-২০২৫-২৬ পিলিভিট টাইগার রিজার্ভের পর্যটন মরশুম ১ নভেম্বর, ২০২৫ তারিখ থেকে শুরু হওয়ার কথা। বিগত কয়েক বছর ধরে পর্যটকদের ক্রমবর্ধমান সংখ্যা পূর্ববর্তী সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। পিলিভিট ভ্রমণকারী পর্যটকরা বেশ কয়েক মাস আগে অগ্রিম বুকিং করেন। চুকা বিচের কথা বলতে গেলে এটি মাস আগে থেকেই বুক করা থাকে।
advertisement
