Onion Cutting Without Crying: পেঁয়াজ কাটবেন অথচ চোখ দিয়ে এক ফোঁটা জল পড়বে না! এই সহজ উপায়গুলি ম্যাজিকের মতো কাজ করবে
- Published by:Teesta Barman
Last Updated:
Onion Cutting Without Crying: ব্রিটিশ শেফ জেমস মার্টিন কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছেন। প্রথমত, পেঁয়াজের থেকে যতটা সম্ভব দূরে থেকে পেঁয়াজ কাটুন। খুব বেশি কাছে চলে গেলে চোখে ঝাঁঝ লাগবেই। খুব ধারালো ছুরি বা বঁটিতে পেঁয়াজ কাটুন।
advertisement
advertisement
advertisement
ব্রিটিশ শেফ জেমস মার্টিন কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছেন। প্রথমত, পেঁয়াজের থেকে যতটা সম্ভব দূরে থেকে পেঁয়াজ কাটুন। খুব বেশি কাছে চলে গেলে চোখে ঝাঁঝ লাগবেই। খুব ধারালো ছুরি বা বঁটিতে পেঁয়াজ কাটুন। এতে পেঁয়াজের কোষ কম ক্ষতিগ্রস্ত হয়, ফলে কম পরিমাণে সালফার ক্ষরিত হয়। কাটার সময় ছুরি বা বঁটিতে ভিনিগার মাখিয়ে নিন। ভিনিগার সালফার যৌগকে নিষ্ক্রিয় করে দেয়।
advertisement
advertisement
advertisement
advertisement
