Tooth Care Cavity: সাদা দাঁতের মাঝে গর্ত করে বসে আছে 'পোকা'! ডেনটিস্টের কাজ করবে 'এই' ধন্বন্তরি মহৌষধি, ছু-মন্তর হবে দাঁতের বহু যুগের সমস্যা
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
প্রতিদিন 'এটি' করলে আপনি আপনার দাঁতের পোকা দূর করতে পারবেন এবং ব্যথা থেকেও মুক্তি পাবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
আয়ুর্বেদিক ও ইউনানী মেডিক্যাল অফিসার ডাঃ সুরেশ কুমার সাচান বলেন, দাঁতে ফোরেন পার্টিক্যালের উপস্থিতির কারণে দাঁতে রক্ত ও দুর্গন্ধ হতে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সর্ষের তেলের সঙ্গে আধা চা চামচ লবণ মিশিয়ে পেস্ট তৈরি করুন নিম পাতার রস বের করে নিন। মাড়ির চারপাশে লাগান। ১০-১৫ মিনিট পর হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন, এতে পাইরিয়া দূর হতে পারে।