Nose Bleeding: নাক থেকে রক্ত পড়ছে? পাত্তা দিচ্ছেন না? সাবাধান! ভয়াবহ হতে পারে! জানুন চিকিৎসকের মত

Last Updated:
Nose Bleeding: নাক থেকে রক্ত পড়লে অবহেলা করবেন না! মারাত্মক বিপদ হতে পারে! কী করতে হবে এমন হলে? জানুন
1/6
শীতকালে অনেকের মধ্যেই একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। অনেকের বিষয়টি নিয়ে ভয় পান আবার অনেকেই বিষয়টি তেমন পাত্তা দেন না। তবে শীতকালে প্রায় সময় নাক দিয়ে রক্ত পড়লে সাবধান হয়ে যান। এই সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন সামান্য কিছু নিয়ম।(তথ্য:পিয়া গুপ্তা)
শীতকালে অনেকের মধ্যেই একটা সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া। অনেকের বিষয়টি নিয়ে ভয় পান আবার অনেকেই বিষয়টি তেমন পাত্তা দেন না। তবে শীতকালে প্রায় সময় নাক দিয়ে রক্ত পড়লে সাবধান হয়ে যান। এই সমস্যা থেকে বাঁচতে মেনে চলুন সামান্য কিছু নিয়ম।(তথ্য:পিয়া গুপ্তা)
advertisement
2/6
শীতে নাক থেকে রক্ত পড়ার প্রধান কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া। নাকের ভেতরের পাতলা ত্বক ফেটে গেলে নাক দিয়ে রক্ত পড়ে। নাকের ভেতর একেবারে তলায় থাকে রক্তজালিকা। ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে।
শীতে নাক থেকে রক্ত পড়ার প্রধান কারণ বাতাসের আর্দ্রতা কমে যাওয়া। নাকের ভেতরের পাতলা ত্বক ফেটে গেলে নাক দিয়ে রক্ত পড়ে। নাকের ভেতর একেবারে তলায় থাকে রক্তজালিকা। ত্বক ফেটে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে।
advertisement
3/6
নাসারন্ধ্রের ভেতরের অংশ থেকেও রক্তপাত হয়। আবার বাইরের দিক থেকেও রক্তপাত হতে পারে। তবে কোনোটি তেমন ভয়ের নয়। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য বিশিষ্ট ডাক্তার কিংশুক প্রামাণিক জানান, এই শীতে শরীরকে আর্দ্র রাখতে হবে।
নাসারন্ধ্রের ভেতরের অংশ থেকেও রক্তপাত হয়। আবার বাইরের দিক থেকেও রক্তপাত হতে পারে। তবে কোনোটি তেমন ভয়ের নয়। এই সমস্যার হাত থেকে বাঁচার জন্য বিশিষ্ট ডাক্তার কিংশুক প্রামাণিক জানান, এই শীতে শরীরকে আর্দ্র রাখতে হবে।
advertisement
4/6
বেশি করে জল খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না, ত্বকও নমনীয় থাকে। ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে। নাক থেকে রক্তপাত কমে। এ ছাড়াও শীতে অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে।
বেশি করে জল খেলে, নিয়মিত ফলের রস খেলে শরীর শুকিয়ে যায় না, ত্বকও নমনীয় থাকে। ফলে ত্বক ফেটে যাওয়ার আশঙ্কা কমে। নাক থেকে রক্তপাত কমে। এ ছাড়াও শীতে অনেকের সর্দি-কাশির সমস্যা বাড়ে।
advertisement
5/6
যদি প্রচুর হাঁচি হয়, তা হলেও নাক থেকে রক্ত পড়তে পারে। টানা ২০ বারের বেশি হাঁচি দিলে নাকের ভেতরের ত্বক ফেটে যায়, রক্ত জালিকাগুলোতেও অতি ছোট ছোট ফাটল ধরে। ফলে রক্ত পড়তে থাকে। তখনই রক্তপাত হয়।
যদি প্রচুর হাঁচি হয়, তা হলেও নাক থেকে রক্ত পড়তে পারে। টানা ২০ বারের বেশি হাঁচি দিলে নাকের ভেতরের ত্বক ফেটে যায়, রক্ত জালিকাগুলোতেও অতি ছোট ছোট ফাটল ধরে। ফলে রক্ত পড়তে থাকে। তখনই রক্তপাত হয়।
advertisement
6/6
কিন্তু অন্য কোনওকারণে রক্তপাত হলে, তা সহজে সারে না। যদি সমস্যা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।(তথ্য:পিয়া গুপ্তা)
কিন্তু অন্য কোনওকারণে রক্তপাত হলে, তা সহজে সারে না। যদি সমস্যা দীর্ঘদিন চলতে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।(তথ্য:পিয়া গুপ্তা)
advertisement
advertisement
advertisement