Lizards: ঘরের দেওয়ালে টিকটিকি দেখলেই মনটা বিরক্তিতে ভরে ওঠে? এই সব ঘরোয়া উপায়ে দূর করা যেতে পারে সমস্যা

Last Updated:
How to get rid of Lizards at Home: অনেক সময় এই সব পোকামাকড়ের কামড়ে গুরুতর সংক্রমণও হয়। তাই পোকামাকড় এবং টিকটিকি যাতে না থাকে, তার জন্য বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।
1/5
বর্ষার মরশুম আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে পোকামাকড়ের উপদ্রব। সেই সঙ্গে বাড়তে থাকে টিকটিকির উৎপাতও। গ্রাম হোক বা শহর, সব জায়গাতেই মানুষ এই সমস্যার সম্মুখীন হয়। আলো জ্বালালেই বাড়ে সমস্যা। অনেক সময় এই সব পোকামাকড়ের কামড়ে গুরুতর সংক্রমণও হয়। তাই পোকামাকড় এবং টিকটিকি যাতে না থাকে, তার জন্য বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।
বর্ষার মরশুম আসতে না আসতেই শুরু হয়ে গিয়েছে পোকামাকড়ের উপদ্রব। সেই সঙ্গে বাড়তে থাকে টিকটিকির উৎপাতও। গ্রাম হোক বা শহর, সব জায়গাতেই মানুষ এই সমস্যার সম্মুখীন হয়। আলো জ্বালালেই বাড়ে সমস্যা। অনেক সময় এই সব পোকামাকড়ের কামড়ে গুরুতর সংক্রমণও হয়। তাই পোকামাকড় এবং টিকটিকি যাতে না থাকে, তার জন্য বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।
advertisement
2/5
আসলে ঘরে টিকটিকি দেখা গেলেই মনটা বিরক্তিতে ভরে যায়। তাই টিকটিকির উপদ্রব থেকে থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করা যেতে পারে। জেনে নেওয়া যাক সেই সব উপায়ের বিষয়ে।
আসলে ঘরে টিকটিকি দেখা গেলেই মনটা বিরক্তিতে ভরে যায়। তাই টিকটিকির উপদ্রব থেকে থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপায়ও অবলম্বন করা যেতে পারে। জেনে নেওয়া যাক সেই সব উপায়ের বিষয়ে।
advertisement
3/5
পেপার স্প্রে: ঘর থেকে টিকটিকি তাড়ানোর সেরা উপায় হল পেপার স্প্রে। এমনিতে বাজারে পেপার স্প্রে কিনতে পাওয়া যায়। তবে সহজেই বাড়িতে সেই পেপার স্প্রে তৈরি করে নেওয়া যেতে পারে। এর জন্য প্রথমে কিছু গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার সেই গোলমরিচের গুঁড়ো ভাল করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে। এবার যেখানে যেখানে টিকটিকি দেখা যাচ্ছে, সেই সব জায়গায় এই পেপার স্প্রে ছিটিয়ে দিতে হবে। এই স্প্রে ব্যবহার করলে তার ফল হাতানাতে পাওয়া যাবে। তবে গোলমরিচের পরিবর্তে জলে শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা হট স্যস মিশিয়েও একটি মিশ্রণ তৈরি করে নেওয়া যেতে পারে। এই স্প্রে-ও টিকটিকির উপদ্রব থেকে মুক্তি দিতে সহায়ক।
পেপার স্প্রে: ঘর থেকে টিকটিকি তাড়ানোর সেরা উপায় হল পেপার স্প্রে। এমনিতে বাজারে পেপার স্প্রে কিনতে পাওয়া যায়। তবে সহজেই বাড়িতে সেই পেপার স্প্রে তৈরি করে নেওয়া যেতে পারে। এর জন্য প্রথমে কিছু গোলমরিচ নিয়ে গুঁড়ো করে নিতে হবে। এবার সেই গোলমরিচের গুঁড়ো ভাল করে জলের সঙ্গে মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিতে হবে। এবার যেখানে যেখানে টিকটিকি দেখা যাচ্ছে, সেই সব জায়গায় এই পেপার স্প্রে ছিটিয়ে দিতে হবে। এই স্প্রে ব্যবহার করলে তার ফল হাতানাতে পাওয়া যাবে। তবে গোলমরিচের পরিবর্তে জলে শুকনো লঙ্কা গুঁড়ো কিংবা হট স্যস মিশিয়েও একটি মিশ্রণ তৈরি করে নেওয়া যেতে পারে। এই স্প্রে-ও টিকটিকির উপদ্রব থেকে মুক্তি দিতে সহায়ক।
advertisement
4/5
পেঁয়াজ আর রসুন: পেঁয়াজ এবং রসুনের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। ফলে এই দুই সবজিও টিকটিকি তাড়াতে অত্যন্ত কার্যকর। তবে এই দুই সবজি কখনওই টিকটিকির ক্ষতি করে না। টিকটিকি দূর করার জন্য ঘরে কিছু পেঁয়াজের টুকরো কিংবা রসুন কোয়া রেখে দিতে হবে। এটা সম্ভব না হলে আরও একটি উপায় রয়েছে। একটি প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে তার মধ্যে পিঁয়াজের টুকরো কিংবা রসুনের কোয়া রাখতে হবে। এর ফলে ঘরে টিকটিকি তো আসবেই না এবং পোকামাকড় ও মথের উপদ্রব থেকেও মুক্তি পাওয়া যাবে।
পেঁয়াজ আর রসুন: পেঁয়াজ এবং রসুনের একটা তীব্র ঝাঁঝালো গন্ধ থাকে। ফলে এই দুই সবজিও টিকটিকি তাড়াতে অত্যন্ত কার্যকর। তবে এই দুই সবজি কখনওই টিকটিকির ক্ষতি করে না। টিকটিকি দূর করার জন্য ঘরে কিছু পেঁয়াজের টুকরো কিংবা রসুন কোয়া রেখে দিতে হবে। এটা সম্ভব না হলে আরও একটি উপায় রয়েছে। একটি প্লাস্টিকের বোতলে কিছুটা জল নিয়ে তার মধ্যে পিঁয়াজের টুকরো কিংবা রসুনের কোয়া রাখতে হবে। এর ফলে ঘরে টিকটিকি তো আসবেই না এবং পোকামাকড় ও মথের উপদ্রব থেকেও মুক্তি পাওয়া যাবে।
advertisement
5/5
ন্যাপথলিন: টিকটিকি তাড়ানোর জন্য ঘরে ন্যাপথলিন রাখা যেতে পারে। কারণ ন্যাপথলিনের তীব্র গন্ধ টিকটিকি একেবারেই সহ্য করতে পারে। তবে সতর্কতা অবলম্বন করেই এটি ব্যবহার করতে হবে। আসলে ন্যাপথলিন পোষ্য কিংবা শিশুর নাগালের বাইরে রাখা উচিত। তাই রান্নাঘরের আলমারিতে কিংবা বেসিনের তলায় ন্যাপথালিন রাখলে তা টিকটিকি ও পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি দেবে।
ন্যাপথলিন: টিকটিকি তাড়ানোর জন্য ঘরে ন্যাপথলিন রাখা যেতে পারে। কারণ ন্যাপথলিনের তীব্র গন্ধ টিকটিকি একেবারেই সহ্য করতে পারে। তবে সতর্কতা অবলম্বন করেই এটি ব্যবহার করতে হবে। আসলে ন্যাপথলিন পোষ্য কিংবা শিশুর নাগালের বাইরে রাখা উচিত। তাই রান্নাঘরের আলমারিতে কিংবা বেসিনের তলায় ন্যাপথালিন রাখলে তা টিকটিকি ও পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি দেবে।
advertisement
advertisement
advertisement