Cleaning Tips: চায়ের ছাঁকনি একেবারে কালো! সহজেই হয়ে যাবে চকচকে! শুধু মেনে চলুন এই ঘরোয়া টিপস
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Cleaning Tips: কী ভাবে সহজেই পরিষ্কার করবেন ছাঁকনি? বিস্তারিত জেনে নিন।
চা তৈরির পর কাপে ছেঁকে নেওয়ার জন্য ছাঁকনি ব্যবহার করতে হবে। ছাঁকনি ছাড়া চা ফিল্টার করা যাবে না। প্রতিদিন ছাঁকনি ব্যবহার করলে, চা পাতার কণাগুলি এর সূক্ষ্ম তারের ভিতরে আটকে যায়। সঠিক পরিষ্কারের পরেও, এই আটকে থাকা কণাগুলি বেরিয়ে আসে না এবং ফিল্টারটি সম্পূর্ণরূপে ব্লক হয়ে যায়।
advertisement
অনেক পরিষ্কারের পরেও এই আটকে থাকা কণাগুলি বেরিয়ে আসে না এবং ফিল্টারটি সম্পূর্ণরূপে ব্লক হয়ে যায়।
advertisement
advertisement
এতে সমস্ত ময়লা পুড়ে যাবে এবং সব কার্বনে পরিণত হবে। এবার থালা ধোয়ার সাবান বা তরল দিয়ে পরিষ্কার করুন। এবং জল দিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।
advertisement