Aadhaar: আপনার আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে না তো! কীভাবে চালাবেন নজরদারি?

Last Updated:
আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি না, তা উপর নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেকেরই৷
1/7
বর্তমান সময়ে ভারতে আধার কার্ড প্রত্যেকের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ নথি৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে শুরু করে মোবাইল নম্বর, রেশন কার্ড- সবই আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকে৷
বর্তমান সময়ে ভারতে আধার কার্ড প্রত্যেকের কাছেই অন্যতম গুরুত্বপূর্ণ নথি৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের থেকে শুরু করে মোবাইল নম্বর, রেশন কার্ড- সবই আধার নম্বরের সঙ্গে সংযুক্ত থাকে৷
advertisement
2/7
কিন্তু সেই আধার নম্বরেরই অপব্যবহার করতে পারে প্রতারকরা৷ আপনার আধার নম্বরেরও যে অপব্যবহার হচ্ছে না, তার গ্যারান্টি কোথায়?
কিন্তু সেই আধার নম্বরেরই অপব্যবহার করতে পারে প্রতারকরা৷ আপনার আধার নম্বরেরও যে অপব্যবহার হচ্ছে না, তার গ্যারান্টি কোথায়?
advertisement
3/7
আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি না, তা উপর নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেকেরই৷ তা না হলে আইনি সমস্যাতেও পড়তে হতে পারে৷
আধার নম্বর অন্য কেউ ব্যবহার করছে কি না, তা উপর নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেকেরই৷ তা না হলে আইনি সমস্যাতেও পড়তে হতে পারে৷
advertisement
4/7
আপনার আধার নম্বর অন্য কেউ অপব্যবহার করছে কি না, myAadhaar পোর্টাল থেকেই তা দেখা সম্ভব৷ এই পোর্টাল খোলার পর আধার নম্বর এবং ক্যাপচা দিলেই আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে৷
আপনার আধার নম্বর অন্য কেউ অপব্যবহার করছে কি না, myAadhaar পোর্টাল থেকেই তা দেখা সম্ভব৷ এই পোর্টাল খোলার পর আধার নম্বর এবং ক্যাপচা দিলেই আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে৷
advertisement
5/7
ওটিপি দিয়ে লগ ইন করলে  authentication history অপশন আসবে৷ এখান থেকেই আপনি দেখতে পারবেন সাম্প্রতিক সময়ে আপনার আধার নম্বর কী কী কাজে ব্যবহৃত করা হয়েছে৷
ওটিপি দিয়ে লগ ইন করলে authentication history অপশন আসবে৷ এখান থেকেই আপনি দেখতে পারবেন সাম্প্রতিক সময়ে আপনার আধার নম্বর কী কী কাজে ব্যবহৃত করা হয়েছে৷
advertisement
6/7
যদি আপনার নজরে আসে যে আপনার অজান্তেই আপনার আধার নম্বর কোনও কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে UIDAI কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন৷
যদি আপনার নজরে আসে যে আপনার অজান্তেই আপনার আধার নম্বর কোনও কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে UIDAI কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারেন৷
advertisement
7/7
UIDAI-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অথবা help@uidai.gov.in -এ মেল করে অভিযোগ জানাতে পারেন৷
UIDAI-এর হেল্পলাইন নম্বর ১৯৪৭-এ ফোন করে অথবা help@uidai.gov.in -এ মেল করে অভিযোগ জানাতে পারেন৷
advertisement
advertisement
advertisement