Weekend Trip: অপূর্ব পরিবেশ! মাত্র ১০০-৩৫০ টাকায় থাকা, বিনামূল্যে ৪ বেলা খাওয়াদাওয়া! সপ্তাহান্তে ঘুরে আসুন

Last Updated:
Weekend Trip ISKCON Temple: মায়াপুর ইসকন মন্দির চত্বরেই থাকতে পারবেন মাত্র এক থেকে দেড়শ টাকা খরচ করলে। সঙ্গে পাবেন চার বেলা বিনামূল্যে খাওয়া-দাওয়া
1/7
*বাজেট কম? কিংবা হোটেলের ভাড়া বেশি মনে হচ্ছে? তাহলে আর চিন্তা নেই। মায়াপুর ইসকন মন্দির চত্বরেই থাকতে পারবেন মাত্র ১০০-১৫০ টাকা খরচ করলে। সঙ্গে পাবেন চার বেলা বিনামূল্যে খাওয়া-দাওয়া।
*বাজেট কম? কিংবা হোটেলের ভাড়া বেশি মনে হচ্ছে? তাহলে আর চিন্তা নেই। মায়াপুর ইসকন মন্দির চত্বরেই থাকতে পারবেন মাত্র ১০০-১৫০ টাকা খরচ করলে। সঙ্গে পাবেন চার বেলা বিনামূল্যে খাওয়া-দাওয়া।
advertisement
2/7
*মায়াপুর ইসকন মন্দিরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তবে অনেক যাত্রীরাই বিশেষ করে উৎসবের মরশুমে হোটেল পান না। কিংবা হোটেল থাকলেও তার রেট থাকে অতিরিক্ত বেশি।
*মায়াপুর ইসকন মন্দিরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান করেন। তবে অনেক যাত্রীরাই বিশেষ করে উৎসবের মরশুমে হোটেল পান না। কিংবা হোটেল থাকলেও তার রেট থাকে অতিরিক্ত বেশি।
advertisement
3/7
*তবে এখন মায়াপুর ইসকন মন্দির চত্বরে কিছু টাকা খরচ করলেই চারবেলা বিনামূল্যে খাবার সমেত পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা। আর তার পাশাপাশি সমগ্র ইসকন মন্দির চত্বর ঘুরে বেড়াতে পারবেন অনায়াসেই।
*তবে এখন মায়াপুর ইসকন মন্দির চত্বরে কিছু টাকা খরচ করলেই চারবেলা বিনামূল্যে খাবার সমেত পেয়ে যাবেন থাকারও ব্যবস্থা। আর তার পাশাপাশি সমগ্র ইসকন মন্দির চত্বর ঘুরে বেড়াতে পারবেন অনায়াসেই।
advertisement
4/7
*মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যায়, মায়াপুর ইসকন মন্দির চত্বরেই রয়েছে গৌরাঙ্গ কুঠির নামে যাত্রীদের থাকার একটি নিবাস। যেখানে বাঁশের বেড়া দিয়ে পরপর সুন্দর করে রয়েছে সাজানো কুটির। যেখানে যাত্রীরা এসে বুক করে অনায়াসেই থাকতে পারবেন।
*মন্দির কর্তৃপক্ষের তরফে জানা যায়, মায়াপুর ইসকন মন্দির চত্বরেই রয়েছে গৌরাঙ্গ কুঠির নামে যাত্রীদের থাকার একটি নিবাস। যেখানে বাঁশের বেড়া দিয়ে পরপর সুন্দর করে রয়েছে সাজানো কুটির। যেখানে যাত্রীরা এসে বুক করে অনায়াসেই থাকতে পারবেন।
advertisement
5/7
*বেড়ার কুঠিরের পাশাপাশি রয়েছে ইটের দালান ঘরও। যদিও তার ভাড়া ২৫০-৩০০ টাকা পড়বে। বর্তমানে এই ঘর গুলিতেই তীর্থযাত্রীরা থাকার জন্য বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
*বেড়ার কুঠিরের পাশাপাশি রয়েছে ইটের দালান ঘরও। যদিও তার ভাড়া ২৫০-৩০০ টাকা পড়বে। বর্তমানে এই ঘর গুলিতেই তীর্থযাত্রীরা থাকার জন্য বিকল্প ব্যবস্থা করে নিয়েছেন।
advertisement
6/7
*মায়াপুর ইসকন মন্দিরের রয়েছে অন্নদান কমপ্লেক্স। যেখানে প্রতিদিন চার বেলা বিনামূল্যে তীর্থযাত্রীদের অন্নের পাশাপাশি ডাল, সবজি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করা হয়।
*মায়াপুর ইসকন মন্দিরের রয়েছে অন্নদান কমপ্লেক্স। যেখানে প্রতিদিন চার বেলা বিনামূল্যে তীর্থযাত্রীদের অন্নের পাশাপাশি ডাল, সবজি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা করা হয়।
advertisement
7/7
*আপাতত বাজেট কম থাকলেও দূর-দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এসে এই গৌরাঙ্গ কুটির এবং অন্নদান কমপ্লেক্সে থাকা-খাওয়া করছেন। মায়াপুর ঘুরে দেখছেন একেবারেদ কম টাকায়।
*আপাতত বাজেট কম থাকলেও দূর-দূরান্ত থেকে বহু তীর্থযাত্রী এসে এই গৌরাঙ্গ কুটির এবং অন্নদান কমপ্লেক্সে থাকা-খাওয়া করছেন। মায়াপুর ঘুরে দেখছেন একেবারেদ কম টাকায়।
advertisement
advertisement
advertisement