হোম » ছবি » লাইফস্টাইল » উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

  • Bangla Digital Desk

  • 17

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    বাইরে শিউলি আর ছাতিমের মাতাল করা গন্ধ জানান দিচ্ছে, পুজো (Durga Puja) এসে গিয়েছে৷ হাতে আর মাত্র কয়েকটা দিন৷ তার পরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ৷ মা-দুর্গার আগমন ঘটবে মর্ত্যলোকে৷ আর উৎসবের (Festive Season) আনন্দে মেতে উঠবে সকলে৷ চারিদিকে তাকালেই যেন একটা পুজো-পুজো আমেজ টের পাওয়া যাচ্ছে৷ নিজেদের সাজসজ্জা থেকে শুরু করে অন্দরসজ্জা (Home Decor) নিয়েও ব্যস্ত মানুষজন৷ তবে এর পাশাপাশি যদি বাড়ির অন্দরমহলেও পুজো পুজো আমেজটা আনা যায়, তা হলে কেমন হয়? টাটকা-তাজা ফুল (Flower), ধূপ-ধুনোর গন্ধে ঘর ভরা থাকলে ঘরেও একটা পজিটিভ এনার্জি ছড়াবে এবং পুজোর আমেজটা আরও ভাল ভাবে টের পাওয়া যাবে৷ ঘরে পুজো-পুজো ভাব আনতে কী কী করা যেতে পারে, রইল কয়েকটি উপায়ের হদিশ৷

    MORE
    GALLERIES

  • 27

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    বিগ্রহ ও সিংহাসনে ফুলের সাজ: মন ভাল করতে টাটকা-তাজা ফুলের জুড়ি মেলা ভার৷ তাই বিগ্রহ ও সিংহাসন শুধুই ফুল দিয়ে সাজানো থাকুক৷ নিজের বাগানের ফুল হলে তো কথাই নেই! না-হলে বাজার থেকে ফুল কিনে আনতে হবে৷ শিউলি, টগর, জুঁই, গাঁদা, রজনীগন্ধা দিয়ে সাজানো যেতে পারে বিগ্রহ ও সিংহাসন৷

    MORE
    GALLERIES

  • 37

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    ফুলের আল্পনা: হাতে সময় থাকলে ঠাকুরের আসনের সামনে ফুলের আল্পনা অথবা রঙ্গোলি বানানো যেতে পারে৷ হলুদ-কমলা গাঁদার পাপড়ি ছিঁড়ে নিয়ে সহজেই বানানো যায় রঙ্গোলি৷ সঙ্গে গোলাপের পাপড়িও যোগ করা যেতে পারে৷

    MORE
    GALLERIES

  • 47

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    ফুলের মালা: বাড়ির সদর দরজায় এবং ঠাকুর-ঘরের প্রবেশ দ্বারে তাজা গাঁদা অথবা মোটা জুঁইয়ের ফুলের মালা, আম্রপল্লব ঝুলিয়ে সাজিয়ে নেওয়া যেতে পারে৷ আবার ঠাকুর-ঘরের দেওয়াল জুড়ে ফুলের মালা কেটে নিয়ে লম্বালম্বি ঝুলিয়ে দিলে দেখতে ভাল লাগবে অথবা ঘরের ভিতরের পিলারেও মোটা করে ফুলের মালা জড়িয়ে দেওয়া যেতে পারে৷

    MORE
    GALLERIES

  • 57

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    কুচো ফুলের মধ্যে নরম আলো: বড় পিতল অথবা মাটির পাত্রে ফুলের পাপড়ি ছিঁড়ে নিয়ে ছড়িয়ে দেওয়া যায়৷ আর তার ওপর কিছু মাটির ছোট-বড় প্রদীপ রাখলে দেখতে স্বর্গীয় লাগবে৷ এ ছাড়া, যাঁদের বাড়িতে পিতলের বড় প্রদীপ রয়েছে, তাঁরা সেই প্রদীপও ঘরে অথবা ঠাকুর-ঘরে সাজাতে পারেন৷

    MORE
    GALLERIES

  • 67

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    ধূপ-ধুনো: যেমন সতেজ ফুল ব্যবহার করা হচ্ছে, সে রকম হাতে তৈরি ধূপকাঠি পুজোর দিনে ব্যবহার করা যেতে পারে৷ সুন্দর সুন্দর গন্ধের হাতে তৈরি ধূপকাঠি আজকাল বাজারে সহজলভ্য৷ দাম হয়তো একটু বেশি পড়ে৷ তবে অনেক ক্ষণ ধরে কাঠি জ্বলে এবং গন্ধও অনেকটা সময় ধরে থেকে যায়৷ চন্দনের সুবাসওয়ালা হাতে তৈরি ধূপকাঠি ব্যবহার করা হলে চারপাশে একটা অদ্ভুত সুন্দর স্বর্গীয় পরিবেশ তৈরি হয়৷

    MORE
    GALLERIES

  • 77

    Home Decor: উৎসবের দিনে টাটকা ফুলের সাজে সেজে উঠুক বাড়ি, বর্ণে-গন্ধে ছড়িয়ে পড়ুক পুজোর আমেজ

    পদ্মের সাজ: পুজোর সময় পদ্মের দাম হয়তো আকাশছোঁয়া হতে পারে, কিন্তু ঘরে পুজোর আমেজটাও সহজেই এনে দিতে পারে৷ আপনার ঘরের সব থেকে প্রিয় কোণায় হয়তো একটা নিচু কাঠের ছোট্ট টেবিল রেখেছেন৷ তার উপর যদি মাঝারি মাপের একটা পিতলের ঘট অথবা ছোট মাপের পিতলের বালতিতে কয়েকটা পদ্ম ফুল সাজিয়ে রাখেন, ঘরের চেহারাই বদলে যাবে৷

    MORE
    GALLERIES