অরুণাচলপ্রদেশ ও মিজোরামে ১৩-১৫ বছর বয়সী ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি তামাক ব্যবহার করার প্রবণতা দেখা যাচ্ছে। গ্লোবাল ইয়ুথ টোব্যাকো সার্ভে এক দিনের একটি কর্মশালার আয়োজন করেছিল। সেখানেই এই তথ্য় জানিয়েছেন তাঁরা। রাজ্যের ৪৪ শতাংশ শিক্ষার্থী বর্তমান ধূমপান করেন। এর মধ্য়ে ৩৫ শতাংশ সিগারেট এবং ৪.৬ শতাংশ বিড়ি খান। শিক্ষার্থীদের মধ্যে ধূমপান বৃদ্ধির কারণ হিসাবে সহপাঠীদের প্রভাবকেই দেখছে এই সমীক্ষা।