High Blood Sugar Control Tips: এক তিরে দুই শিকার! সস্তার এই শাকেই সুগার-কোলেস্টেরল উপড়ে ফেলবে! বাড়বে ত্বকের জেল্লা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
High Blood Sugar Control Tips: আগাছা মনে হবে এই কাঁটাযুক্ত গাছ, চামড়ার নানা সমস্যা দূর করার পাশাপাশি গর্ভপাতের মত জটিল সমস্যার জন্য উপকারী ভূমিকা পালন করে এই গাছ
হাওড়া: কাঁটাযুক্ত এই গাছে রয়েছে মোহৌষধি গুন! এমন ঔষধি গুন জানলে চমকে যাবেন অনেকেই। রাস্তার পার্শ্ববর্তী অনাবাদি ফাঁকা জমিতে বেশি দেখা যায় এই গাছ । এই গাছ কাটাযুক্ত হওয়ায় দেখলেই নিধন করে দেন মানুষ। কিন্তু এই গাছে রয়েছে অসম্ভব উপকারী গুণ। চামড়ার সমস্যা থেকে মহিলাদের জটিল সমস্যা দূর করতে পারে এই গাছ। খুব সহজ ব্যবহারের উপায়।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের কথায়, এ পৃথিবীতে প্রতিটি গাছ পাতায় রয়েছে ঔষুধি গুন। উপকারী গুণ ছাড়া কোন ছত্রাক বা কোন গাছ নেই বলেই জানা যায়। গাছ পাতার ব্যবহার কম করার ফলে ক্রমশ এদের উপকারি সম্পর্কে ধারণা কমছে মানুষের। উপকারী গুণ জানা থাকলে খুব সহজে জটিল সমস্যা দূর করা যেতে পারে এই গাছ পাতা ব্যবহার করে।সেই রকম একটি উপকারী গুনে ভরপুর গাছ হল কাঁটানোটে।
advertisement
advertisement
advertisement
কাঁটানোটে গাছের পাতা কান্ড এবং শিকড় ভেষজ হিসাবে ব্যবহৃত হয়। বর্তমান সময়ে খুব সামান্য অংশের মানুষ ব্যবহার করে এই গাছ। গাছের পাতা শুকিয়ে পুড়িয়ে ছাই করে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে খোশ পাঁচড়ার মত বিভিন্ন সমস্যা দূর করতে ভীষণ উপকারী। এছাড়াও কাঁটা নোটে গাছের কচি পাতা ও কান্ড বেটে ফোঁড়া ও বাগিতে লাগালে উপকার পাওয়া যেতে পারে
advertisement
এ প্রসঙ্গে চিকিৎসক সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কাটানোটে অসম্ভব উপকারী গুণে ভরা। যে সমস্ত মহিলার ঘন ঘন গর্ভপাত ঘটে সেই সমস্যা দূর দারুন কার্যকর এই কাঁটানোটে। এই গাছের শিকড় ফুঁটিয়ে সেই জল নিয়মিত কয়েকদিন খেলে সমস্যা দূর হবে, উপকার পাওয়া যেতে পারে। সঠিক উপকার পেতে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি। (তথ্য- রাকেশ মাইতি)