Hernia: টাইট প্যান্ট পরলে কি অবধারিত হার্নিয়া হবে? চিকিৎসকের বক্তব্য শুনুন, Gen Z ও মিলেনিয়ালরা থাকুন সতর্ক...!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Hernia: টাইট জিনস বা প্যান্ট হার্নিয়ার কারণ নয়, তবে পুরনো হার্নিয়ায় চাপ সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা জানাচ্ছেন হার্নিয়ার প্রকৃত কারণ, লক্ষণ ও প্রতিরোধের উপায়। ফ্যাশনের পাশাপাশি স্বাস্থ্য ঠিক রাখতে জেনে নিন গুরুত্বপূর্ণ তথ্য, বিস্তারিত জানুন...
advertisement
এই প্রশ্নের উত্তর স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে, টাইট প্যান্ট হার্নিয়া তৈরি করে না। ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, Mayo Clinic-এর ডাঃ শার্লট হর্ন জানান, টাইট প্যান্ট আগে থেকে বিদ্যমান হার্নিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু তা হার্নিয়া তৈরি করে না। ডাঃ মার্কোআন্দ্রেয়া জর্জি-ও বলেন, মাত্রাতিরিক্ত টাইট প্যান্ট শুধুমাত্র বিদ্যমান হার্নিয়ার অবস্থাকে খারাপ করতে পারে, নতুন করে হার্নিয়া তৈরি করতে পারে না।
advertisement
হার্নিয়া কীভাবে হয়, তা বোঝা জরুরি। হার্নিয়া তখন হয় যখন শরীরের ভিতরের কোনো টিস্যু (প্রধানত চর্বি বা অন্ত্র) পেটের দেওয়ালের দুর্বল অংশ দিয়ে বেরিয়ে আসে এবং একটি ফোলাভাব তৈরি করে। এটি কোমরের নিচে (ইনগুইনাল), নাভির কাছে (আম্বিলিকাল), ডায়াফ্রাম বা আগের অস্ত্রোপচারের দাগের পাশে হতে পারে। উপসর্গ হিসেবে দেখা যায় ফোলা, ব্যথা, বা কোনো কোনো ক্ষেত্রে একদমই উপসর্গ থাকে না।
advertisement
advertisement
হার্নিয়ার চিকিৎসা নির্ভর করে তার তীব্রতার ওপর। অনেকেই মাইল্ড বা ব্যথাহীন হার্নিয়া নিয়ে স্বাভাবিক জীবন যাপন করতে পারেন। কিন্তু যদি তীব্র ব্যথা হয় বা হার্নিয়া অন্ত্রের ওপর প্রভাব ফেলে, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হয়। অস্ত্রোপচারে ছিদ্রটি সেলাই বা জাল দিয়ে ঠিক করা হয়। হালকা কেসে, ব্যথা কমাতে বেল্ট বা বাইন্ডার ব্যবহার করা যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
