Healthy Lifestyle Tips: পিরিয়ডস চলছে বলে শারীরিক মিলনকে এড়িয়ে না গিয়ে মাতুন আনন্দে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Lifestyle Tips: পিরিয়ডসের জন্য সেক্সে না করবেন না৷ সুস্থ জীবনের এই টিপস দেন স্ত্রী রোগ বিশেষজ্ঞরা৷
পিরিয়ডস মানেই ভারতীয় সমাজে একটা ছুৎমার্গ ৷ এই করা যাবে না ওই করা যাবে না এই সব নিয়মের বেড়াজালে আটকে থাকে জীবন ৷ এই অবস্থায় যৌন মিলন নিয়েও বেশ কিছু প্রশ্ন থাকে ৷ কিন্তু কাউকে সেটা করাও যায় না ৷ বিশেষত মহিলারা এই সময় যেহেতু বিশেষ শারীরিক যন্ত্রনার মধ্যে দিয়ে যান তাই তাঁরাও যৌন মিলনে বিশেষ আগ্রহী হন না ৷ Photo - Representive Image