Healthy Living: তুলসীর পাতাই নয়, এই জিনিসও সুপার পাওয়ারফুল, বদহজম কী ভুলে যাবেন, সর্দি-কাশির যম, গুণে ঠাসা শুধু খান নিয়ম মেনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Healthy Living: প্রাচীনকাল থেকেই তুলসী সেবন ধারাবাহিকভাবে চলে আসছে। শুধু তাই নয়, এখানে এমন অনেক পণ্য রয়েছে যা তুলসী থেকে তৈরি।
advertisement
advertisement
advertisement
advertisement
তুলসী জল শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে, শরীরকে সুস্থ রাখে। তুলসীর কুঁড়িতে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে যা কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তুলসী কুঁড়ি দিয়ে জল তৈরির পদ্ধতি। কিছু তাজা তুলসী ফুল জলে ফুটিয়ে নিন। কয়েক মিনিট ফুটতে দিন। জল ফিল্টার করে ঠান্ডা হতে দিন। এটি দিনে দুই থেকে তিনবার পান করুন।
advertisement
মথুরা হল ভগবান শ্রীকৃষ্ণের নগরী। এখানে ব্যাপকভাবে তুলসী চাষ করা হয়। ঠাকুরমার প্রতিকারেও তুলসীর কথা প্রায়শই উল্লেখ করা হয়েছে। কথিত আছে যে যখন শিশুরা অসুস্থ হত, তখন বয়স্ক মহিলারা তুলসী কুঁড়ি ভেঙে টুকরো টুকরো করে এক গ্লাস জলে রাতভর ভিজিয়ে রাখতেন। সে সকালে বাচ্চাদের এটা খাওয়াত। শিশুটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল।
advertisement