সঙ্গমে চরম সুখ কন্ডোম ছাড়া! তাহলে বাজারে এত রকম কন্ডোমের বাহার কেন? জানুন

Last Updated:
অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! বিশদে জানুন।
1/10
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। (ছবি প্রতীকী)
সুরক্ষিত যৌনমিলনের জন্য কন্ডোম ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। কেবল গর্ভনিরোধক হিসেবেই নয়, সংক্রমণের ঝুঁকি এড়াতেও কন্ডোম ছাড়া সঙ্গম না করাই শ্রেয়। (ছবি প্রতীকী)
2/10
কিন্তু অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। (ছবি প্রতীকী)
কিন্তু অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! কারও মতে যৌনতার সময় 'তৃতীয় বস্তু'র উপস্থিতি ভাল লাগে না। কিন্তু কন্ডোম ছাড়া মিলন কখনওই সুরক্ষিত হয় না বলেই মনে করেন বিশেষজ্ঞরা। (ছবি প্রতীকী)
3/10
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন। (ছবি প্রতীকী)
বিশেষজ্ঞরা বলেন, কন্ডোম পরেও যৌনজীবনের সুখ যথেষ্ট উপভোগ করা যায়। আর সেই কারণেই বাজারে এত রকম কন্ডোমের বাহার। কন্ডোম ব্যবহার করে নারী-পুরুষ উভয়েই মিলনের সময় চরম সুখ পেতে পারেন। (ছবি প্রতীকী)
4/10
কন্ডোম ব্যবহার করলে কোনও ক্ষতি নেই বলেই প্রাথমিক মত বিশেষজ্ঞদের। তবে ব্যক্তিবিশেষে কোনও সমস্যা হলে তা একেবারেই ব্যতিক্রম। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (ছবি প্রতীকী)
কন্ডোম ব্যবহার করলে কোনও ক্ষতি নেই বলেই প্রাথমিক মত বিশেষজ্ঞদের। তবে ব্যক্তিবিশেষে কোনও সমস্যা হলে তা একেবারেই ব্যতিক্রম। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। (ছবি প্রতীকী)
5/10
কোন প্রকার কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যৌন চাহিদা বাড়ে তা জানা আছে কি? পুরুষরাই বা মিলনের সময় কোন ধরনের কন্ডোম ব্যবহার পছন্দ করেন? (ছবি প্রতীকী)
কোন প্রকার কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যৌন চাহিদা বাড়ে তা জানা আছে কি? পুরুষরাই বা মিলনের সময় কোন ধরনের কন্ডোম ব্যবহার পছন্দ করেন? (ছবি প্রতীকী)
6/10
অনলাইনে পাওয়া সাধারণ তথ্য থেকে জানা যায়, কয়েকটি বিশেষ ধরনের কন্ডোমের প্রকার রয়েছে যা বেশি পছন্দ করেন নারী-পুরুষ উভয়েই। এতে প্রথমেই রয়েছে ডটেড কন্ডোম। কন্ডোমের গা জুড়ে ছোট ছোট ডটের উপস্থিতি যৌনমিলনের সুখ কয়েক গুণ বাড়িয়ে দেয়। (ছবি প্রতীকী)
অনলাইনে পাওয়া সাধারণ তথ্য থেকে জানা যায়, কয়েকটি বিশেষ ধরনের কন্ডোমের প্রকার রয়েছে যা বেশি পছন্দ করেন নারী-পুরুষ উভয়েই। এতে প্রথমেই রয়েছে ডটেড কন্ডোম। কন্ডোমের গা জুড়ে ছোট ছোট ডটের উপস্থিতি যৌনমিলনের সুখ কয়েক গুণ বাড়িয়ে দেয়। (ছবি প্রতীকী)
7/10
বিশেষজ্ঞদের মতে, এই প্রকার কন্ডোম ব্যবহার করে অনেকেই বেশি সুখ উপভোগ করেন বটে, তবে নিয়মিত ডটেড কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যোনি সেই বিশেষ অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তাই রোজ নয়, পর্যাপ্ত সুখ অনুভূতির জন্য মাঝেমাঝে এই প্রকার কন্ডোম ব্যবহার করা উচিত। (ছবি প্রতীকী)
বিশেষজ্ঞদের মতে, এই প্রকার কন্ডোম ব্যবহার করে অনেকেই বেশি সুখ উপভোগ করেন বটে, তবে নিয়মিত ডটেড কন্ডোম ব্যবহার করলে মহিলাদের যোনি সেই বিশেষ অনুভূতির সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে। তাই রোজ নয়, পর্যাপ্ত সুখ অনুভূতির জন্য মাঝেমাঝে এই প্রকার কন্ডোম ব্যবহার করা উচিত। (ছবি প্রতীকী)
8/10
এছাড়াও রয়েছে রিবড কন্ডোম। কন্ডোমের গা জুড়ে সরু লম্বা লম্বা উচু দাগ মিলনের সুখ বাড়াতে বেশ কার্যকর। এই প্রকার কন্ডোমও দু'রকম। কোনও কোনও কন্ডোমের শুরুর দিকে কেবল সরু দাগ থাকে, কোনওটার সারা গা জুড়েই দাগ থাকে। ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হয়। তবে এ ক্ষেত্রেও নিয়মিত ব্যবহার না করাই শ্রেয়। অতিরিক্ত ব্যবহার যোনিতে জ্বালা, চুলকানির মতো সমস্যাও তৈরি করতে পারে। (ছবি প্রতীকী)
এছাড়াও রয়েছে রিবড কন্ডোম। কন্ডোমের গা জুড়ে সরু লম্বা লম্বা উচু দাগ মিলনের সুখ বাড়াতে বেশ কার্যকর। এই প্রকার কন্ডোমও দু'রকম। কোনও কোনও কন্ডোমের শুরুর দিকে কেবল সরু দাগ থাকে, কোনওটার সারা গা জুড়েই দাগ থাকে। ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হয়। তবে এ ক্ষেত্রেও নিয়মিত ব্যবহার না করাই শ্রেয়। অতিরিক্ত ব্যবহার যোনিতে জ্বালা, চুলকানির মতো সমস্যাও তৈরি করতে পারে। (ছবি প্রতীকী)
9/10
থিন বা আলট্রা থিন কন্ডোম পুরুষদের মধ্যে খুবই জনপ্রিয়। এই প্রকার কন্ডোম ব্যবহারের চাহিদা বেশি বলেই অনলাইন সমীক্ষায় জানা যায়। অনেক মহিলাও এই প্রকার কন্ডোম ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বিশেষজ্ঞরা বলেন, এই প্রকার কন্ডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। যোনিতে কোনও রকম জ্বালাভাব বা সংক্রমণের ঝুঁকি খুব একটা থাকে না। তবু ব্যক্তিবিশেষে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (ছবি প্রতীকী)
থিন বা আলট্রা থিন কন্ডোম পুরুষদের মধ্যে খুবই জনপ্রিয়। এই প্রকার কন্ডোম ব্যবহারের চাহিদা বেশি বলেই অনলাইন সমীক্ষায় জানা যায়। অনেক মহিলাও এই প্রকার কন্ডোম ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বিশেষজ্ঞরা বলেন, এই প্রকার কন্ডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। যোনিতে কোনও রকম জ্বালাভাব বা সংক্রমণের ঝুঁকি খুব একটা থাকে না। তবু ব্যক্তিবিশেষে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (ছবি প্রতীকী)
10/10
ব্যক্তিভেদে চাহিদার বদল হয়। তাই কোন মহিলা কোন প্রকার কন্ডোমে বেশি সুখ অনুভব করবেন, সেটা একান্তই তাঁর নিজস্ব মতামত। পুরুষদের জন্য বলে রাখা ভাল, এ ক্ষেত্রে সঙ্গীর চাহিদাটা বুঝে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। একে অপরের মন ও শরীর বুঝে সিদ্ধান্ত নিন। এতে যৌনজীবন আরও উপভোগ্য হয়ে উঠবে। (ছবি প্রতীকী) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
ব্যক্তিভেদে চাহিদার বদল হয়। তাই কোন মহিলা কোন প্রকার কন্ডোমে বেশি সুখ অনুভব করবেন, সেটা একান্তই তাঁর নিজস্ব মতামত। পুরুষদের জন্য বলে রাখা ভাল, এ ক্ষেত্রে সঙ্গীর চাহিদাটা বুঝে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। একে অপরের মন ও শরীর বুঝে সিদ্ধান্ত নিন। এতে যৌনজীবন আরও উপভোগ্য হয়ে উঠবে। (ছবি প্রতীকী) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)