সঙ্গমে চরম সুখ কন্ডোম ছাড়া! তাহলে বাজারে এত রকম কন্ডোমের বাহার কেন? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
অনেকেই ভাবেন কন্ডোম পরলে শারীরিক মিলন সম্পূর্ণ উপভোগ করা যায় না! বিশদে জানুন।
এছাড়াও রয়েছে রিবড কন্ডোম। কন্ডোমের গা জুড়ে সরু লম্বা লম্বা উচু দাগ মিলনের সুখ বাড়াতে বেশ কার্যকর। এই প্রকার কন্ডোমও দু'রকম। কোনও কোনও কন্ডোমের শুরুর দিকে কেবল সরু দাগ থাকে, কোনওটার সারা গা জুড়েই দাগ থাকে। ব্যক্তিভেদে পছন্দ ভিন্ন হয়। তবে এ ক্ষেত্রেও নিয়মিত ব্যবহার না করাই শ্রেয়। অতিরিক্ত ব্যবহার যোনিতে জ্বালা, চুলকানির মতো সমস্যাও তৈরি করতে পারে। (ছবি প্রতীকী)
থিন বা আলট্রা থিন কন্ডোম পুরুষদের মধ্যে খুবই জনপ্রিয়। এই প্রকার কন্ডোম ব্যবহারের চাহিদা বেশি বলেই অনলাইন সমীক্ষায় জানা যায়। অনেক মহিলাও এই প্রকার কন্ডোম ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। বিশেষজ্ঞরা বলেন, এই প্রকার কন্ডোম ব্যবহার করা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। যোনিতে কোনও রকম জ্বালাভাব বা সংক্রমণের ঝুঁকি খুব একটা থাকে না। তবু ব্যক্তিবিশেষে কোনও সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। (ছবি প্রতীকী)
ব্যক্তিভেদে চাহিদার বদল হয়। তাই কোন মহিলা কোন প্রকার কন্ডোমে বেশি সুখ অনুভব করবেন, সেটা একান্তই তাঁর নিজস্ব মতামত। পুরুষদের জন্য বলে রাখা ভাল, এ ক্ষেত্রে সঙ্গীর চাহিদাটা বুঝে নেওয়াই বোধহয় বুদ্ধিমানের কাজ হবে। একে অপরের মন ও শরীর বুঝে সিদ্ধান্ত নিন। এতে যৌনজীবন আরও উপভোগ্য হয়ে উঠবে। (ছবি প্রতীকী) (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)