Healthy Lifestyle: ছেলেরা সিগারেট খেলে আকর্ষণ বাড়ে? ভুল করছেন, ওটাই শেষ পর্যন্ত বিরক্তির কারণ হয়ে উঠবে বিছানায়; জানুন কীভাবে
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Smoking Side-Effects: ধূমপানের ভীষণ খারাপ প্রভাব পড়তে পারে যৌন জীবনেও। বিশেষত পুরুষের জীবনে।
সিগারেট বা বিড়ি অত্যন্ত ক্ষতিকর, ধূমপানের মারাত্মক প্রভাব পড়তে পারে স্বাস্থ্যের উপর। এ কথা আমরা প্রায় সকলেই জানি। গত কয়েক দশক ধরে সরকারি ভাবে এ বিষয়ে সচেতনতা প্রচার চালানো হচ্ছে। কিন্তু শুধু ফুসফুস বা হৃদযন্ত্রের উপরই নয়। ধূমপানের ভীষণ খারাপ প্রভাব পড়তে পারে যৌন জীবনেও। বিশেষত পুরুষের জীবনে। Representative Image
advertisement
advertisement
advertisement
কী ভাবে সিগারেট খেলে শুক্রাণুর সংখ্যা কমে যায়?- এ পৃথিবীতে নতুন প্রাণের সঞ্চারের জন্য প্রাথমিক প্রয়োজন একটি ডিম্বাণু এবং একটি শুক্রাণুর। চিকিৎসাবিজ্ঞান বলছে, সন্তানজন্মের পিছনে বড় ভূমিকা রয়েছে শুক্রাণুর। সুস্থ শুক্রাণু সুস্থ সন্তানের জন্ম দিতে পারে। বাড়ে উৎপাদন ক্ষমতাও। পরোক্ষে সুখের হতে পারে বৈবাহিক জীবন। বেশ কিছু গবেষণায় দাবি করা হয়েছে, যে ধূমপান করা পুরুষের ‘স্পার্ম কাউন্ট’ বা শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে। শুধু তাই নয়, এর কারণে শুক্রাণুর মানও খারাপ হতে পারে। যা সন্তান উৎপাদনের সক্ষমতা কমিয়ে দিতে পারে বেশ কয়েক শতাংশ। Representative Image
advertisement
কী ভাবে সিগারেট শুক্রাণুকে প্রভাবিত করে?- বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সিগারেট ধূমপান শুক্রাণুর গুণগত মান এবং ঘনত্ব ২৩ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারে। এ ছাড়া বেশি সিগারেট খেলে শুক্রাণুর DNA-তে পরিবর্তন ঘটতে পারে এবং সে পরিবর্তন আখেরে খারাপই করে। শুক্রাণুর অবস্থা এত খারাপ হয়ে যেতে পারে যে সে ডিম্বাণুকে নিষিক্ত করার কার্যক্ষমতাও হারাতে পারে। এর পাশাপাশি অতিরিক্ত ধূমপানের ফলে হরমোনও প্রভাবিত হতে পারে। হরমোনের ভারসাম্য শরীরকে শক্তিশালী করে। ধূমপানের ফলে সেই ভারসাম্য নষ্ট হতে পারে। পরোক্ষে তা-ও সুস্থ যৌনতায় বাধা সৃষ্টি করতে পারে। Representative Image