সময়ের সঙ্গে পরিবর্তন হয় সব কিছুই। মানসিক, শারীরিক, দৈহিক বিভিন্ন পরিবর্তন মানুষের মধ্যে লক্ষ্য করা যায়। যার বেশিরভাগই নির্ভর করে হরমোনের গ্রোথ ও পরিবর্তনের উপর। হরমোনের মাত্রা, যেমন টেস্টোস্টেরন (Testosterone) (মহিলাদের শরীরেও এটি খুব অল্প পরিমাণে উৎপন্ন হয়), ইস্ট্রোজেন (Estrogen) এবং প্রোজেস্টেরন (Progesterone) একটা সময় পর স্বাভাবিকভাবেই ডুবতে শুরু করে, যা আমাদের যৌন আকাঙ্ক্ষা (Libido), উত্তেজনা এবং প্রচণ্ড উত্তেজনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।