Healthcare: কিডনি, গলব্লাডারের পাথর গলিয়ে বের করে দেয় এই পাতার রস! অবহেলিত এই পাতা মহা-ওষুধ

Last Updated:
Healthcare: আজকাল কিডনি বা গলব্লাডারে স্টোনের সমস্যায় অনেকেই ভোগেন! তবে এই এক পাতা সব সমস্যার সমাধান করতে পারে! জানুন চিকিৎসকের মত
1/5
স্টোন বা পাথর গলাতে এই হাতের কাছের গাছ মোক্ষম ওষুধ! এছাড়াও পুরুষ মহিলার মূত্র সমস্যায় ধন্বন্তরি। উপকার পেতে এই পাতা ব্যবহার করুন।
স্টোন বা পাথর গলাতে এই হাতের কাছের গাছ মোক্ষম ওষুধ! এছাড়াও পুরুষ মহিলার মূত্র সমস্যায় ধন্বন্তরি। উপকার পেতে এই পাতা ব্যবহার করুন।
advertisement
2/5
ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, বর্তমান সময়ে নানা রকম খাদ্য অভ্যাসের জন্য স্টোনের সমস্যা বেশি দেখা দিচ্ছে। বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার ফলে এই সমস্যা বেশি দেখা দেয়।
ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, বর্তমান সময়ে নানা রকম খাদ্য অভ্যাসের জন্য স্টোনের সমস্যা বেশি দেখা দিচ্ছে। বিশেষ করে জাঙ্ক ফুড খাওয়ার ফলে এই সমস্যা বেশি দেখা দেয়।
advertisement
3/5
কিডনি, গল্ড ব্লাডার ও প্যানকিয়াসে স্টোনের সমস্যা বেশির ভাগ দেখা যায়। এই স্টোন নির্মূল করতে পাথরকুচি পাতা গুণে অদ্বিতীয়।
কিডনি, গল্ড ব্লাডার ও প্যানকিয়াসে স্টোনের সমস্যা বেশির ভাগ দেখা যায়। এই স্টোন নির্মূল করতে পাথরকুচি পাতা গুণে অদ্বিতীয়।
advertisement
4/5
পাথর বা স্টোনের সমস্যা খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কমবেশি প্রায় অধিকাংশ পরিবারে এই সমস্যা দেখা দিচ্ছে। একটু সতর্ক ভাবে ডাক্তারি পরামর্শ মেনে এই পাতা ব্যবহার করলে উপকার মিলবে।
পাথর বা স্টোনের সমস্যা খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কমবেশি প্রায় অধিকাংশ পরিবারে এই সমস্যা দেখা দিচ্ছে। একটু সতর্ক ভাবে ডাক্তারি পরামর্শ মেনে এই পাতা ব্যবহার করলে উপকার মিলবে।
advertisement
5/5
 ডাক্তার সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, স্টোনের চিকিৎসা ছাড়াও পুরুষ ও মহিলার মূত্র কম হওয়া, মূত্রাশয়ে জ্বালা কষ্টের মত নানা সমস্যা দূর করে। প্রতিদিন সকাল বিকেল আধ কাপ করে পাথরকুচির রস দুই তিন দিন খেলে উপকার পাওয়া যায়।
ডাক্তার সৌরেন্দু শেখার বিশ্বাস জানান, স্টোনের চিকিৎসা ছাড়াও পুরুষ ও মহিলার মূত্র কম হওয়া, মূত্রাশয়ে জ্বালা কষ্টের মত নানা সমস্যা দূর করে। প্রতিদিন সকাল বিকেল আধ কাপ করে পাথরকুচির রস দুই তিন দিন খেলে উপকার পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement