Burdwan Station: পদপিষ্টের পর বর্ধমান স্টেশনে একগুচ্ছ বিধিনিষেধ! দেখুন রেলের নতুন নিয়মের তালিকা, তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা যাত্রীদের
- Published by:Aishwarya Purkait
- local18
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Burdwan Station: রবিবার ১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে পদপিষ্টের ঘটনা ঘটে। তাতে জখম হন ৮ জন যাত্রী। এই ঘটনার পর বর্ধমান স্টেশনে সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একগুচ্ছ বিধিনিষেধ চালু করল রেল। তবে সিদ্ধান্তে ক্ষুব্ধ যাত্রীরা।
বর্ধমান, শরদিন্দু ঘোষ: সম্প্রতি বর্ধমান স্টেশনে পদপিষ্টের ঘটনার পর সিঁড়িতে ওঠানামার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ চালু করা হল রেলের তরফে। রেলের সেই বিধিনিষেধে ক্ষুব্ধ যাত্রীরা। তাঁরা বলছেন, নিজেদের গাফিলতি ঢাকতে গিয়ে নানান পরীক্ষা চালাচ্ছে রেল। এতে হিতে বিপরীত হচ্ছে। সিঁড়িতে ভিড় বাড়ছে। ফের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
রবিবার, ১২ অক্টোবর বর্ধমান রেল স্টেশনে পদপিষ্টের ঘটনাটি ঘটে। তাতে জখম হন ৮ জন যাত্রী। এই ঘটনার পর নতুন কয়েকটি নিয়ম চালু করেছে রেল। সেগুলি হল:
আরও পড়ুনঃ মেডিকেল কলেজের সামনেই পুলিশ ফাঁড়ি, বুড়ো আঙুল দেখিয়ে ক্যাম্পাসে যা সব হচ্ছে…! তমলুকে শোরগোল
বর্ধমান-হাওড়া মেন লাইন লোকাল ৩ নং প্লাটফর্ম থেকে ছাড়বে।
advertisement
advertisement
বর্ধমান-হাওড়া কর্ডলাইন লোকাল ৪ নং প্লাটফর্ম থেকে ছাড়বে।
বর্ধমান-আসানসোল ও বর্ধমান-রামপুরহাট লোকাল ছাড়বে ৬ ও ৭ নং প্লাটফর্ম থেকে।
বর্ধমান-কাটোয়া লোকালের জন্য ৮ নং প্লাটফর্ম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
লোকাল সুপার ট্রেনের ক্ষেত্রে রেলের অ্যানাউন্স সিস্টেমে ঘোষনা করা হবে।
এছাড়া প্লাটফর্মে ওঠা-নামার জন্যেও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে ফুট ওভারব্রিজ। চলমান সিঁড়িগুলিতে দিক অনুযায়ী ওঠানামা করতে পারবেন যাত্রীরা। স্টেশনের বাইরে থেকে ৮ নং প্লাটফর্ম ও ৮ নং দিয়ে বাইরে বেরনোর ফুট ওভারব্রিজ, যা নতুন ব্রিজ নামে পরিচিত। সেই ব্রিজ দিয়ে যাত্রীরা প্লাটফর্মে নামতে পারবেন।
advertisement

বর্ধমান স্টেশনের ছবি
অন্যদিকে বর্ধমান স্টেশনে হাওড়ার দিকে ফুটব্রিজ যা ১ নং প্লাটফর্ম থেকে ৪ নং প্লাটফর্ম পর্যন্ত বিস্তৃত সেই ব্রিজ দিয়েই মেন ও কর্ড লাইনের যাত্রীরা ট্রেন থেকে নামার পর উঠতে পারবেন।
advertisement
দুর্ঘটনার পর পরই রেলের তরফে নানান পরীক্ষা-নিরীক্ষা চালানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিত্য যাত্রীরা। তাদের অভিযোগ, একটা দুর্ঘটনা ঘটলেই রেলের তৎপরতা দেখা যায়। তারপর সেই একই ঘটনার পুনরাবৃত্তি। উদাসীনতা চোখে পড়ে। যে নিয়ম চালু করা হচ্ছে তার জন্য ফুটওভার ব্রিজের পরিকাঠামো পর্যাপ্ত নয়। সংকীর্ণ সিঁড়ি ও চলমান সিঁড়িতে যেহেতু সকলে অভ্যস্ত নয় তাই আবারও যেকোন দিন দুর্ঘটনা ঘটবে বলেই আশঙ্কা করছেন যাত্রীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
October 15, 2025 10:37 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan Station: পদপিষ্টের পর বর্ধমান স্টেশনে একগুচ্ছ বিধিনিষেধ! দেখুন রেলের নতুন নিয়মের তালিকা, তবে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা যাত্রীদের