Leopard Accident : রাস্তার পাশে বেঘোরে পড়েছিল কমবয়স্ক লেপার্ড, দেখতে পর্যটকরা যা করলেন, খুশি বন দফতর
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Leopard Accident : আহত লেপার্ড উদ্ধার। সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড। গাড়ির চালক এবং পর্যটকরা দেখে বন কর্মীদের খবর দিলে উদ্ধার হয় লেপার্ডটি।
সড়কের ধার থেকে আহত এক লেপার্ডকে উদ্ধার করলেন বনকর্মীরা। এদিন রাতে হাসিমারা ও মাদারিহাটের মাঝে সড়কের ধারে আহত অবস্থায় পড়ে ছিল একটি লেপার্ড। অন্যান্য গাড়ির চালক এবং পর্যটকরা দেখে বন কর্মীদের খবর দিলে উদ্ধার করা হয় লেপার্ডটি। চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। <strong>(ছবি ও তথ্য় - অনন্যা দে)</strong>
advertisement
advertisement
advertisement
advertisement







