Healthcare: ওজনের সঙ্গে সঙ্গে বয়স-ও কমবে! যৌবন ধরে রাখবে এই বিশেষ পানীয়
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Bonoarilal Chowdhury
Last Updated:
Healthcare: ত্বক দেখে বোঝা যাবে না বয়স! হুহু করে কমবে ওজন! সহজে বানিয়ে নিন এই পানীয়! তবে চিকিৎসকের বলে দেওয়া নিয়ম মেনে খান! জানুন
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চিয়া সিড প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রচুর পরিমাণে পুষ্টিগুণ সমৃদ্ধ হবার কারণে বয়সের যে ছাপ সেটা অনেকটাই কমিয়ে দেয়। অর্থাৎ চিয়া সিড আমাদের বডিতে থাকা যে ডেথ সেলগুলো রয়েছে , সেটাকে রিমুভ করে ত্বককে অনেক বেশি গ্ল্যামারাস ও উজ্জ্বল করে দেয় । এছাড়াও চিয়া সিড হার্ট ও ডায়াবেটিসের পেশেন্টদের জন্য খুবই উপকারী।
advertisement
প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার কারণে এটি শরীরের হাড় মজবুত করতেও সাহায্য করে । তাই যদি নিয়মিত এই চিয়া সিডের পানীয়টি পান করা যায়। তাহলে ওজন কমার পাশাপাশি যে স্কিনটোন রয়েছে সেটাও অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে । অর্থাৎ বয়সের যে ছাপ সেটা আর বোঝা যাবে না । তাই দ্রুত ওজন কমানোর জন্য পান করা যেতে পারে এই পানীয়। (তথ্য: বনোয়ারীলাল চৌধুরী)
