বর্তমানে অধিকাংশ মানুষের কাছে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কাজের প্রেশার (Work From Home Stress)। করোনা মহামারীর ফলে অনেকেই 'ওয়ার্ক ফ্রম হোম'-এর সঙ্গে পরিচিতি লাভ করেছেন। এই নতুন কালচার কিন্তু মানুষের কাজের প্রেশার আর তা নিয়ে দুশ্চিন্তা কমাতে পারেনি। নিজেদের কর্মজীবনের প্রবল চাপ বাধার সৃষ্টি করছে মানুষের জীবনে। এর ফলে ক্ষতি হচ্ছে স্বাস্থ্য ও মনের। ব্যাঘাত ঘটছে সাধারণ জীবনযাপনে। কয়েকটি বিষয়ের ওপর নজর দিলেই কিন্তু এই ধরনের চাপ কমিয়ে নিজেদের জীবনকে চুটিয়ে উপভোগ করা যায়।
আমরা যে কাজই করিনা কেন, একটানা দিনের দিনের পর দিন সেই কাজ না করে মাঝে মধ্যেই একটু ব্রেক নেওয়া দরকার (Work From Home Stress)। খুব বেশি সময় না হলেও একটানা কাজের মাঝে ছোট ছোট ৩, ৪টে ব্রেকই যথেষ্ট। এর ফলে কাজের একঘেয়েমি থেকে মুক্তির সঙ্গে সঙ্গে কাজের প্রেশারও অনেকটা কমে যাবে। ব্রেক নিয়ে আবার সতেজ ভাবে সেই কাজ শুরু করলে সেই কাজের প্রতিও মনোনিবেশ করা যাবে।