Health Tips আপনি কোন তেলে রান্না করে খান? শরীর-স্বাস্থ্য বাঁচাতে চাইলে কী খাবেন জানুন

Last Updated:
Health Tips: আমড়া, শালুক, মাশরুম, গেড়ি-গুগলি, তাল ও খেজুর গুড় খাচ্ছেন তো? এগুলি খেলে শরীরে কী হয় জানেন?
1/6
বিষমুক্ত অর্গানিক খাদ্যাভাস। নতুন জীবনের অব্যর্থ রাস্তা। এমনই চিন্তাধারা বাঁকুড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।
বিষমুক্ত অর্গানিক খাদ্যাভাস। নতুন জীবনের অব্যর্থ রাস্তা। এমনই চিন্তাধারা বাঁকুড়ার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের।
advertisement
2/6
সরিষার তেল ও তিল তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। জৈব কৃষি মেলা ২০২৫ এর একটি স্টলে এমনই বার্তা।
সরিষার তেল ও তিল তেল স্বাস্থ্যের পক্ষে খুবই ভাল। জৈব কৃষি মেলা ২০২৫ এর একটি স্টলে এমনই বার্তা।
advertisement
3/6
চাষ না করা ফসলগুলির মধ্যে অন্যতম, ধানক্ষেতের শাক, বেতো শাক, ডুমুর, ডেও ফল, কেন্দু ফল, আমড়া, শালুক, মাশরুম, গেড়ি গুগলি তাল ও খেজুর গুড়, খুবই ভাল স্বাস্থ্যের পক্ষে।
চাষ না করা ফসলগুলির মধ্যে অন্যতম, ধানক্ষেতের শাক, বেতো শাক, ডুমুর, ডেও ফল, কেন্দু ফল, আমড়া, শালুক, মাশরুম, গেড়ি গুগলি তাল ও খেজুর গুড়, খুবই ভাল স্বাস্থ্যের পক্ষে।
advertisement
4/6
বেশি করে দেশি শাক-সবজি এবং অর্গানিক বিষমুক্ত চাল খাওয়ার উপদেশ। কলমকাঠি নামে জৈব খাদ্যাভাস কেন্দ্রিক সিনেমার ডিরেক্টর বিপ্লব দাস বলেন,
বেশি করে দেশি শাক-সবজি এবং অর্গানিক বিষমুক্ত চাল খাওয়ার উপদেশ। কলমকাঠি নামে জৈব খাদ্যাভাস কেন্দ্রিক সিনেমার ডিরেক্টর বিপ্লব দাস বলেন, "জৈব খাদ্যাভাস একমাত্র উপায় উন্নত জীবনধারার
advertisement
5/6
রাসায়নিক সার, কীটনাশক বিষ, আগাছা নাশক ও হাইব্রিড বীজ ছাড়া জৈব সার ও দেশজ উচ্চফলনের জাতের বীজ দিয়ে দিয়ে অনেক বেশী বিষ মুক্ত পুষ্টিকর ফসল উৎপাদন করা যায়।
রাসায়নিক সার, কীটনাশক বিষ, আগাছা নাশক ও হাইব্রিড বীজ ছাড়া জৈব সার ও দেশজ উচ্চফলনের জাতের বীজ দিয়ে দিয়ে অনেক বেশী বিষ মুক্ত পুষ্টিকর ফসল উৎপাদন করা যায়।
advertisement
6/6
সঙ্গে বলা হয়েছে বিশুদ্ধ জল পান করার কথা। ভারতবর্ষের প্রতিটি কোনায় পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মযোগ্য চলছে সরকারের তরফ থেকে ।
সঙ্গে বলা হয়েছে বিশুদ্ধ জল পান করার কথা। ভারতবর্ষের প্রতিটি কোনায় পানীয় জল পৌঁছে দেওয়ার কর্মযোগ্য চলছে সরকারের তরফ থেকে।
advertisement
advertisement
advertisement