Health Tips: মাসে দু’বার পিরিয়ড হওয়াটা কি স্বাভাবিক? যা বলছে গবেষণা

Last Updated:
মাসে ২ বা ৩ বার পিরিয়ড, কিংবা ২-৩ মাস অন্তর একবার পিরিয়ড হওয়াকে অনিয়মিত পিতিয়ড বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই চিন্তা করার মত বিষয়। কাজেই প্রথম থেকেই সচেতন হন। কারণ নারী দেহে পিরিয়ডজনিত কোনও সমস্যা দেখা দিলে তা ভবিষ্যতে অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়
1/6
অনেকেরই একই মাসে দু’বার পিরিয়ড হয়, অনেকের আবার ৩ বার-ও হয়। এই বিষয়টি কতটা চিন্তার? যা বলছে গবেষণা--
অনেকেরই একই মাসে দু’বার পিরিয়ড হয়, অনেকের আবার ৩ বার-ও হয়। এই বিষয়টি কতটা চিন্তার? যা বলছে গবেষণা--
advertisement
2/6
মাসে ২ বা ৩ বার পিরিয়ড, কিংবা ২-৩ মাস অন্তর একবার পিরিয়ড হওয়াকে অনিয়মিত পিতিয়ড বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই চিন্তা করার মত বিষয়। কাজেই প্রথম থেকেই সচেতন হন। কারণ নারী দেহে পিরিয়ডজনিত কোনও সমস্যা দেখা দিলে তা ভবিষ্যতে অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়।
মাসে ২ বা ৩ বার পিরিয়ড, কিংবা ২-৩ মাস অন্তর একবার পিরিয়ড হওয়াকে অনিয়মিত পিতিয়ড বলা হয়। বিশেষজ্ঞদের মতে, এটি অবশ্যই চিন্তা করার মত বিষয়। কাজেই প্রথম থেকেই সচেতন হন। কারণ নারী দেহে পিরিয়ডজনিত কোনও সমস্যা দেখা দিলে তা ভবিষ্যতে অন্যান্য রোগের কারণ হয়ে দাঁড়ায়।
advertisement
3/6
অনিয়মিত পিরিয়ডের কারণে, ওভারিতে টিউমার ও ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভবিষ্যতে গর্ভধারণেও একাধিক সমস্যা দেখা দেয়। কিন্তু কেন অনিয়মিত পিরিয়ড হয়?
অনিয়মিত পিরিয়ডের কারণে, ওভারিতে টিউমার ও ওভারিয়ান ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে তোলে। ভবিষ্যতে গর্ভধারণেও একাধিক সমস্যা দেখা দেয়। কিন্তু কেন অনিয়মিত পিরিয়ড হয়?
advertisement
4/6
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন নারী মেনোপজের দিকে এগিয়ে যান। সেই সময় পিরিয়ড অনিয়মিত হতে পারে। এতে চিন্তার কিছু নেই।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন নারী মেনোপজের দিকে এগিয়ে যান। সেই সময় পিরিয়ড অনিয়মিত হতে পারে। এতে চিন্তার কিছু নেই।
advertisement
5/6
ওবেসিটির কারণেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এছাড়াও যদি ওভারিতে সিস্ট থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও মাসে দু’বার পিরিয়ড হতে পারে। এই সব কারণে অতিরিক্ত পরিমাণ রক্তপাতও হয়। সেক্ষেত্রে সচেতন হন, নয়তো ভবিষ্যতে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে
ওবেসিটির কারণেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এছাড়াও যদি ওভারিতে সিস্ট থাকে কিংবা থাইরয়েডের সমস্যা থাকে তাহলেও মাসে দু’বার পিরিয়ড হতে পারে। এই সব কারণে অতিরিক্ত পরিমাণ রক্তপাতও হয়। সেক্ষেত্রে সচেতন হন, নয়তো ভবিষ্যতে অ্যানিমিয়ার সমস্যা দেখা দিতে পারে
advertisement
6/6
মানসিক চাপের কারণেও মাসে দুবার পিরিয়ড হতে পারে। এছাড়া গর্ভাবস্থা এবং গর্ভপাতের কারণেও মাসে ২ বার পিরিয়ড হতে পারে। আমরা মনে করি গর্ভাবস্থা মানেই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। কিন্তু গর্ভবতী হওয়ার পরে, প্রথম তিনমাসে রক্তপাত হতে পারে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে যোনিপথে রক্তপাত হওয়া সাধারণ ব্যাপার। তবে এটি গর্ভপাতের লক্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
মানসিক চাপের কারণেও মাসে দুবার পিরিয়ড হতে পারে। এছাড়া গর্ভাবস্থা এবং গর্ভপাতের কারণেও মাসে ২ বার পিরিয়ড হতে পারে। আমরা মনে করি গর্ভাবস্থা মানেই পিরিয়ড বন্ধ হয়ে যাওয়া। কিন্তু গর্ভবতী হওয়ার পরে, প্রথম তিনমাসে রক্তপাত হতে পারে। গর্ভাবস্থার প্রথম তিন মাসে যোনিপথে রক্তপাত হওয়া সাধারণ ব্যাপার। তবে এটি গর্ভপাতের লক্ষণও হতে পারে। এমন পরিস্থিতিতে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
advertisement
advertisement
advertisement