• আজ কালীপুজো ৷ সন্ধের পর লাগছে দীপান্বিতা অমাবস্যা ৷ চলবে সারা রাত ৷ অনেকেই বছরের এই একটা দিন উপোস করে সারা রাতে জেগে পুজোয় অংশ নেন ৷ দিনে কিছু না খেয়ে থাকা, তার ওপর রাত জাগা, বদহজমের সমস্যায় ভুগতে পারেন ৷ আবার ভোর ৪টে থেকে ৫টা সবচেয়ে বেশি ঘুম পায় ৷ এই সময় জেগে থাকাটাও কষ্টকর ৷ জেনে নিন কিছু টিপস যে গুলো মেনে চললে অসুস্থ হয়ে পড়বেন না সহজে ৷