Health tips: নিঃশব্দে কোলেস্টেরল বাড়লেই বিপদ, হার্ট অ্যাটাক! ত্বকে এই ৬ লক্ষণ দেখলেই চিকিৎসকের কাছে যান

Last Updated:
Health tips: বেশির ভাগ ক্ষেত্রেই হাই কোলেস্টেরল নিঃশব্দে ঘাতকের কাজ করে। অনেকাংশেই কোনও উপসর্গ থাকে না।
1/9
শরীরে একটা মাত্রা পর্যন্ত কোলেস্টেরল দরকার স্বাস্থ্যকর কোষ তৈরির জন্য। কিন্তু অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল বাড়তে থাকলে হার্টের অসুখ হতে বেশি সময় লাগে না। কোলেস্টেরল বাড়লে রক্ত সঞ্চালনে বাধা দেখা যায় যার ফলে হৃদযন্ত্রের সমস্যা হয়। এমনকি রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারে।
শরীরে একটা মাত্রা পর্যন্ত কোলেস্টেরল দরকার স্বাস্থ্যকর কোষ তৈরির জন্য। কিন্তু অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল বাড়তে থাকলে হার্টের অসুখ হতে বেশি সময় লাগে না। কোলেস্টেরল বাড়লে রক্ত সঞ্চালনে বাধা দেখা যায় যার ফলে হৃদযন্ত্রের সমস্যা হয়। এমনকি রক্ত জমাট বেঁধে হার্ট অ্যাটাক বা স্ট্রোক পর্যন্ত হতে পারে।
advertisement
2/9
বেশির ভাগ ক্ষেত্রেই হাই কোলেস্টেরল নিঃশব্দে ঘাতকের কাজ করে। অনেকাংশেই কোনও উপসর্গ থাকে না। পরীক্ষা না করানো পর্যন্ত বোঝা যায় না শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না। না হলে হার্টের অসুখ শরীরে বাসা বাঁধার পরেই বোঝা যায় কোলেস্টেরল বেড়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই হাই কোলেস্টেরল নিঃশব্দে ঘাতকের কাজ করে। অনেকাংশেই কোনও উপসর্গ থাকে না। পরীক্ষা না করানো পর্যন্ত বোঝা যায় না শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না। না হলে হার্টের অসুখ শরীরে বাসা বাঁধার পরেই বোঝা যায় কোলেস্টেরল বেড়েছে।
advertisement
3/9
কিন্তু ত্বকের কয়েকটি লক্ষণ দেখেই বোঝা যায় কোলেস্টেরল বেড়েছে কিনা। এগুলি সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু একটু খেয়াল করলেই এই লক্ষণগুলি চোখে পড়বে। দেখে নেওয়া যাক সেগুলি  কী।
কিন্তু ত্বকের কয়েকটি লক্ষণ দেখেই বোঝা যায় কোলেস্টেরল বেড়েছে কিনা। এগুলি সাধারণত আমাদের চোখ এড়িয়ে যায়। কিন্তু একটু খেয়াল করলেই এই লক্ষণগুলি চোখে পড়বে। দেখে নেওয়া যাক সেগুলি কী।
advertisement
4/9
শরীরের বিভিন্ন জায়গায়  কি নীল রঙের বা বেগনি রঙের জালের মতো আকার দেখছেন? সাধারণত খুব ঠান্ডায় দেখা যায় এমন। কিন্তু অনেক সময় ধমনীতে ব্লকেজ তৈরি হলেও ত্বকে এমন নীল জালের মতো আকার দেখা যায়।
শরীরের বিভিন্ন জায়গায় কি নীল রঙের বা বেগনি রঙের জালের মতো আকার দেখছেন? সাধারণত খুব ঠান্ডায় দেখা যায় এমন। কিন্তু অনেক সময় ধমনীতে ব্লকেজ তৈরি হলেও ত্বকে এমন নীল জালের মতো আকার দেখা যায়।
advertisement
5/9
কোলেস্টেরল বাড়লে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে ত্বকের কোষগুলি ঠিক মতো পুষ্টি পায় না যার ফলে ত্বকের রং পরিবর্তন হতে থাকে।
কোলেস্টেরল বাড়লে রক্ত সঞ্চালন ঠিক মতো হয় না। ফলে ত্বকের কোষগুলি ঠিক মতো পুষ্টি পায় না যার ফলে ত্বকের রং পরিবর্তন হতে থাকে।
advertisement
6/9
পায়ের পাতায় আলসার একধরনের লক্ষণ। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে পায়ের পাতায় বার বার আলসার বা ক্ষত তৈরি হয়। ক্ষত তৈরি হলেও সারতে চায় না। কারণ সারার জন্য যে পরিমাণ রক্ত প্রয়োজন তা পৌঁছয় না। এই লক্ষণটি অতিরিক্ত কোলেস্টেরলের ইঙ্গিত দেয়।
পায়ের পাতায় আলসার একধরনের লক্ষণ। কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে পায়ের পাতায় বার বার আলসার বা ক্ষত তৈরি হয়। ক্ষত তৈরি হলেও সারতে চায় না। কারণ সারার জন্য যে পরিমাণ রক্ত প্রয়োজন তা পৌঁছয় না। এই লক্ষণটি অতিরিক্ত কোলেস্টেরলের ইঙ্গিত দেয়।
advertisement
7/9
লক্ষ্য করে দেখবেন চোখের কোণে হলদে বা কমলা ধরনের কিছু  অতিরিক্ত চামড়া তৈরি হচ্ছে কি না। এমন ওয়্যাক্স গ্রোথ হলে  সাবধান হোন।
লক্ষ্য করে দেখবেন চোখের কোণে হলদে বা কমলা ধরনের কিছু অতিরিক্ত চামড়া তৈরি হচ্ছে কি না। এমন ওয়্যাক্স গ্রোথ হলে সাবধান হোন।
advertisement
8/9
পায়ের নীচের দিকে বা হাতের তালুতেও যদি এই ধরনের হলুদ ও কমলা রঙের চামড়া তৈরি হয় তাহলেও বুঝবেন বৃদ্ধি পাচ্ছে কোলেস্টেরল।
পায়ের নীচের দিকে বা হাতের তালুতেও যদি এই ধরনের হলুদ ও কমলা রঙের চামড়া তৈরি হয় তাহলেও বুঝবেন বৃদ্ধি পাচ্ছে কোলেস্টেরল।
advertisement
9/9
সোরায়সিস ত্বকের একধরনের রোগ। বিশেষ করে মাথায় স্ক্যাল্পে, হাঁটুতে, কনুইতে চুলকুনি লাল ভাব তৈরি হলে সাবধান হোন। এটিও কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ।
সোরায়সিস ত্বকের একধরনের রোগ। বিশেষ করে মাথায় স্ক্যাল্পে, হাঁটুতে, কনুইতে চুলকুনি লাল ভাব তৈরি হলে সাবধান হোন। এটিও কোলেস্টেরল বেড়ে যাওয়ার লক্ষণ।
advertisement
advertisement
advertisement