যারা সিগারেট বা তামাক জাত দ্রব্য গ্রহণ করেন তা বন্ধ করতে হবে। রোদে বা গরমে শরীর ঘেমে গেলেও ঢুকেই এসি ব্যবহার নয়। ভিজে জামা খুলে গা মুছে পোশাক বদলে নিন। রাতে মাথার দিকে জানলা খুলে ঘুমোবেন না। গায়ে চাদর রাখতে হবে। কারণ, রাত যত বাড়বে ততই তাপমাত্রা কমবে। সকালে আবার গরম, চাদর সরিয়ে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।