Health Tips: দীর্ঘদিন গর্ভনিরোধক বড়ি খেলে কি গর্ভপাতের আশঙ্কা বাড়ে? জানুন

Last Updated:
এই ধারণাগুলি কি সত্যিই ঠিক? জানুন বিশদে। (Health Tips)
1/6
নিরাপদ উপায়ে অবাঞ্ছিত সন্তানধারণ থেকে রক্ষা পাওয়ার জন্য কন্ডোমের ব্যবহার ও গর্ভনিরোধক বড়ির উপর ভরসা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। কিন্তু গর্ভনিরোধক বড়ি নিয়ে অনেকেই মনেই খুব বড় ভুল ধারণা রয়েছে। এই ধারণাগুলি কি সত্যিই ঠিক? জানুন বিশদে। (Health Tips)
নিরাপদ উপায়ে অবাঞ্ছিত সন্তানধারণ থেকে রক্ষা পাওয়ার জন্য কন্ডোমের ব্যবহার ও গর্ভনিরোধক বড়ির উপর ভরসা করেন স্ত্রীরোগ বিশেষজ্ঞরা। কিন্তু গর্ভনিরোধক বড়ি নিয়ে অনেকেই মনেই খুব বড় ভুল ধারণা রয়েছে। এই ধারণাগুলি কি সত্যিই ঠিক? জানুন বিশদে। (Health Tips)
advertisement
2/6
ওজন বেড়ে যায়-- অনেক গবেষণায় দেখা গিয়েছে, এই ধারণাও সম্পূর্ণ ভুল। গর্ভনিরোধক বড়ি কোনও মতেই ওজন বাড়িয়ে দেয় না। শরীরের বিপাক হার কমার পিছনেও এই ওষুধের কোনও রকম ভূমিকা নেই।
ওজন বেড়ে যায়-- অনেক গবেষণায় দেখা গিয়েছে, এই ধারণাও সম্পূর্ণ ভুল। গর্ভনিরোধক বড়ি কোনও মতেই ওজন বাড়িয়ে দেয় না। শরীরের বিপাক হার কমার পিছনেও এই ওষুধের কোনও রকম ভূমিকা নেই।
advertisement
3/6
ক্যানসারের প্রবণতা বাড়ে-- স্তুন এবং জরায়ুর ক্যানসারের আশঙ্কা সামান্য বাড়তে পারে দীর্ঘ দিন এই ওষুধ খেয়ে গেলে। কিন্তু যাঁরা ট্রাইফেজিক বড়ি খান, তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আবার পাশাপাশি কিছু কিছু ক্যানসারের আশঙ্কা কমাতেও পারে এই বড়ি।
ক্যানসারের প্রবণতা বাড়ে-- স্তুন এবং জরায়ুর ক্যানসারের আশঙ্কা সামান্য বাড়তে পারে দীর্ঘ দিন এই ওষুধ খেয়ে গেলে। কিন্তু যাঁরা ট্রাইফেজিক বড়ি খান, তাঁদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আবার পাশাপাশি কিছু কিছু ক্যানসারের আশঙ্কা কমাতেও পারে এই বড়ি।
advertisement
4/6
গর্ভপাতের আশঙ্কা বাড়ে-- কোনও ভাবেই এই ওষুধ খেলে গর্ভপাত হওয়া সম্ভব নয়। গর্ভনিরোধ বড়ি ডিম্বাণু তৈরির প্রক্রিয়া আটকে দেয়। কিন্তু গর্ভপাত করার জন্য এই বড়ি কার্যকর নয়।
গর্ভপাতের আশঙ্কা বাড়ে-- কোনও ভাবেই এই ওষুধ খেলে গর্ভপাত হওয়া সম্ভব নয়। গর্ভনিরোধ বড়ি ডিম্বাণু তৈরির প্রক্রিয়া আটকে দেয়। কিন্তু গর্ভপাত করার জন্য এই বড়ি কার্যকর নয়।
advertisement
5/6
মা হওয়ার ক্ষমতা-- মা হতে চাইলে গর্ভনিরোধক বড়ি খাওয়া বন্ধ করে দিতে হবে। তার পরে তিন থেকে চার মাস সময় লাগতে পারে যে কোনও মেয়ের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে। শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। কিন্তু কোনও গবেষণায় এমন প্রমাণ মেলেনি যে মা হওয়ার ক্ষমতা হারিয়ে যাবে।
মা হওয়ার ক্ষমতা-- মা হতে চাইলে গর্ভনিরোধক বড়ি খাওয়া বন্ধ করে দিতে হবে। তার পরে তিন থেকে চার মাস সময় লাগতে পারে যে কোনও মেয়ের স্বাভাবিক ঋতুচক্রে ফিরতে। শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হবে। কিন্তু কোনও গবেষণায় এমন প্রমাণ মেলেনি যে মা হওয়ার ক্ষমতা হারিয়ে যাবে।
advertisement
6/6
একটা বয়সে গিয়ে লাগে না-- এমন ধারণাও সম্পূর্ণ ভুল। যে কোনও মহিলা যাঁর ঋতুবন্ধ হয়নি, তারই মা হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঋতুবন্ধের বয়সের কাছাকাছি পৌঁছলে দেখতে হবে টানা ১২ মাস তাঁর ঋতুস্রাব বন্ধ কি না। তবেই বড়ি বন্ধ করতে হবে।
একটা বয়সে গিয়ে লাগে না-- এমন ধারণাও সম্পূর্ণ ভুল। যে কোনও মহিলা যাঁর ঋতুবন্ধ হয়নি, তারই মা হওয়ার সম্ভাবনা থেকে যায়। ঋতুবন্ধের বয়সের কাছাকাছি পৌঁছলে দেখতে হবে টানা ১২ মাস তাঁর ঋতুস্রাব বন্ধ কি না। তবেই বড়ি বন্ধ করতে হবে।
advertisement
advertisement
advertisement