রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া যেমন খারাপ, তেমনই মাত্রাতিরিক্ত কমে যাওয়াও খারাপ। কোনও কোনও ক্ষেত্রে সেটি আরও বেশি খারাপ। অনেক সময়ই এটি টের পাওয়া যায় খিদে পেলেই শরীর খারাপ লাগা শুরু হলে। যেন খাবার না খেলে তখন মাথা ঘুরে পড়েই যাবেন। এমনটা হলে কিন্তু ডায়েবিটিসের পরীক্ষা অবশ্যই করাতে হবে। (Health Tips)