Health Tips: ঘন ঘন মাথা ঘোরা? সাবধান করছেন চিকিৎসকরা, কেন জেনে রাখুন এখনই!
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Health Tips: কখনও কখনও আমাদের মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা অনুভূত হয়। এতে অনেকের শ্রবণ সমস্যার মতো অসুবিধাও হয়।
কলকাতা: পরিবর্তিত জীবনধারার কারণে বর্তমানে বিভিন্ন ধরনের রোগের প্রকোপ বাড়ছে। তাই স্বাস্থ্যকর খাদ্য এবং ব্যায়ামের অভাব প্রায়ই আমাদের গুরুতর অসুস্থতার দিকে পরিচালিত করে। তবে ছোটখাটো কোনও শারীরিক সমস্যা বা রোগ হলে আমরা এখনও ডাক্তারের কাছে না গিয়ে ঘরোয়া পদ্ধতিতেই সমাধান করার চেষ্টা করি। কখনও কখনও ক্রমাগত মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা অনুভূত হলে আমরা এগুলোকে উপেক্ষাই করি। তবে এর কিন্তু ভিন্ন ভিন্ন কারণ থাকতে পারে এবং চিকিৎসকদের মতে এগুলিকে একেবারেই উপেক্ষা করা ঠিক নয়। এই রোগটি ভার্টিগো অ্যাটাকের মতো মারাত্মক হতে পারে। এই তথ্য জানিয়েছেন ডা. অনিল বারকুল।
advertisement
কখনও কখনও আমাদের মাথা ঘোরা বা হালকা মাথাব্যথা অনুভূত হয়। এতে অনেকের শ্রবণ সমস্যার মতো অসুবিধাও হয়। যাঁরা এই সমস্যা অনুভব করেন তাঁদের ভার্টিগোর কারণেও এমনটি হতে পারে। এর মধ্যে কানের রোগ, চোখের রোগ, লো বিপি, ব্রেন টিউমারের কারণেও হঠাৎ মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। অনেকক্ষেত্রে আবার দেখা যায় রোগীদের কোনও রকমের নড়াচড়া ছাড়াই মাথা ঘোরার সমস্যা হয়। ডা. বারকুলের মতে, এই ধরনের রোগকে ভার্টিগো বলে।
advertisement
ভার্টিগো অ্যাটাকের বিভিন্ন উপসর্গ থাকে, যেমন পিঠে ব্যথা হওয়া, ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, মাথাব্যথা, চোখে অন্ধকার দেখা, অনেক সময় চারপাশের নানা বস্তুকে গোলাকার মনে হয়। যদি এই ধরনের উপসর্গ দেখা দেয়, তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত এবং সময়মতো একজন ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত। চিকিৎসকরা বলছেন, চিকিৎসক বা নিউরোসার্জনের কাছ থেকে সঠিক চিকিৎসা নিলে অনেক সময়ই এই ধরনের সমস্যা সেরে যায়।
advertisement
advertisement
advertisement