Health Tips: অলিভ নাকি সরষের তেল? আপনার শিশুর মালিশে কোন তেল ব্যবহার করবেন? জানুন আজই

Last Updated:
Health Tips: আগের দিনে অবশ্য শিশুকে খাঁটি সরিষার তেল দিয়েই মালিশ করা হত। সম্প্রতি তেল মালিশ নিয়ে সরিষা নাকি অলিভ তা নিয়ে চিন্তিত অনেকেই।
1/6
*বাড়ির ছোট শিশুদের তেল মালিশ করার প্রচলন বহু যুগ ধরেই চলে আসছে। স্নানের আগে শিশুদের রোদে মাথা থেকে পা পর্যন্ত যত্ন নিয়ে তেল মালিশ করেন মা-ঠাকুমারা।
*বাড়ির ছোট শিশুদের তেল মালিশ করার প্রচলন বহু যুগ ধরেই চলে আসছে। স্নানের আগে শিশুদের রোদে মাথা থেকে পা পর্যন্ত যত্ন নিয়ে তেল মালিশ করেন মা-ঠাকুমারা।
advertisement
2/6
*আগের দিনে অবশ্য শিশুকে খাঁটি সরিষার তেল দিয়েই মালিশ করা হত। কিন্তু সম্প্রতি তেল মালিশ নিয়ে সরিষা নাকি অলিভ তা নিয়ে চিন্তিত অনেকেই।
*আগের দিনে অবশ্য শিশুকে খাঁটি সরিষার তেল দিয়েই মালিশ করা হত। কিন্তু সম্প্রতি তেল মালিশ নিয়ে সরিষা নাকি অলিভ তা নিয়ে চিন্তিত অনেকেই।
advertisement
3/6
*চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের তেল মালিশের জন্য সরিষার তেল ব্যবহার না করাই ভাল। সরিষার তেলের ঝাঁঝে শিশুদের কষ্ট ও অস্বস্তি হতে পারে।
*চিকিৎসকদের মতে, সদ্যোজাতদের তেল মালিশের জন্য সরিষার তেল ব্যবহার না করাই ভাল। সরিষার তেলের ঝাঁঝে শিশুদের কষ্ট ও অস্বস্তি হতে পারে।
advertisement
4/6
*বর্তমানে নির্ভেজাল সরিষার তেল প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ঝাঁঝালো উপাদান ব্যবহার করা হয়। সেই উপাদানগুলোর জন্য শিশুর ত্বকে জ্বালাপোড়া করে।
*বর্তমানে নির্ভেজাল সরিষার তেল প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের ঝাঁঝালো উপাদান ব্যবহার করা হয়। সেই উপাদানগুলোর জন্য শিশুর ত্বকে জ্বালাপোড়া করে।
advertisement
5/6
*শিশুর জন্য খাঁটি অলিভ অয়েল সবরকম ত্বকের জন্যই উপযোগী৷ সব ঋতুতে মাখানো যায়৷ শীতের রূক্ষতা কাটাতে যেমন মাখাতে পারেন, ত্বক নরম রাখতে মাখাতে পারেন গরমেও৷
*শিশুর জন্য খাঁটি অলিভ অয়েল সবরকম ত্বকের জন্যই উপযোগী৷ সব ঋতুতে মাখানো যায়৷ শীতের রূক্ষতা কাটাতে যেমন মাখাতে পারেন, ত্বক নরম রাখতে মাখাতে পারেন গরমেও৷
advertisement
6/6
*শিশুকে মালিশের জন্য সরিষার পরিবর্তে শিশুর ভাল বিকল্প হতে পারে নারকেল তেল। অনেকেই শিশুর মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন।
*শিশুকে মালিশের জন্য সরিষার পরিবর্তে শিশুর ভাল বিকল্প হতে পারে নারকেল তেল। অনেকেই শিশুর মালিশ করার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন।
advertisement
advertisement
advertisement