Health tips: ওজন কমানোর জন্য রোজ সকালে লেবুর জল খান! সাবধান! বিপদ ডেকে আনছেন না তো?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
লেবুর জল খেলে হজম শক্তি বৃদ্ধি পায়৷ কথাটা অর্ধেক সত্য৷ যেহেতু এই জলে অনেক উপকারী খনিজ ও ভিটামিন পাওয়া যায়, তাই শরীরের যে কোনও কার্যকলাপেই তা কাজে লাগে৷ তবে এই পানীয়তে চুমুক দিলেই যে হজম শক্তি বৃদ্ধি পায়, তা নয়৷ পাকস্থলীতে এমনিতেই অ্যাসিড থাকে৷ তাই লেবুর জলের অ্যাসিড সেখানে পৌঁছে যে বিরাট বদল এনে দেবে, তা নয়৷ তাই এই জল খেলেই যে হজমশক্তি বৃদ্ধি হবে এমনটা নয়৷
advertisement
advertisement
advertisement