Health Tips: এই গাছের পাতা নাকি 'জাদুকরী'! আর প্রয়োজনই পড়বে না বিউটি পার্লার যাওয়ার! জানুন শুধু একবার
- Published by:Suman Biswas
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Health Tips: আমাদের চারপাশের আবহাওয়া, তা শীত, গরম বা বৃষ্টি হোক যা-ই হোক না কেন, তা ত্বকের উপর সরাসরি প্রভাব ফেলে।
advertisement
advertisement
advertisement
advertisement
আয়ুষ চিকিৎসক ডা. রাসবিহারী তিওয়ারি বলেছেন যে, নিম পাতায় অনেক গুণ রয়েছে। বর্ষায় জ্বালাপোড়া বা চুলকানির মতো সমস্যা থাকলে নিম পাতা দিয়ে স্ক্রাব তৈরি করা যেতে পারে। এর জন্য পরিষ্কার জল দিয়ে পাতা ধুয়ে ফেলতে হবে এবং তারপর এটি বেটে একটি ঘন পেস্ট তৈরি করে নিতে হবে। এই পেস্টটি মুখ এবং শরীরের বিভিন্ন অংশে লাগিয়ে ২ থেকে ৩ মিনিট মতো সময় ধরে স্ক্রাব করতে হবে।
advertisement
advertisement
আয়ুষ চিকিৎসক ডা. রাসবিহারী তিওয়ারি আরও জানান যে, নিম পাতার সঙ্গে হলুদ মিশিয়ে ব্যবহার করলে মুখের রং বদলে যেতে পারে। নিম পাতা পরিষ্কার জলে ধুয়ে ঘন করে বেটে নিয়ে তারপর তাতে হলুদ মেশাতে হবে। তারপর এই মিশ্রণ মুখে লাগিয়ে ব্যবহার করলে আমাদের মুখের জেল্লা আসবে। এটি ব্যবহার করে আমরা বিউটি পার্লারের মতোই উজ্জ্বল ত্বক পেতে পারি।