প্রতি বছর ৩১ মে পালিত হয় ‘ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে’। এই দিনের মূল উদ্দেশ্য, ২৪ ঘণ্টা তামাক সেবন না করা। এমন ১০টি খাবার রয়েছে যা তামাকের ক্ষতিকর দিকটি কমিয়ে ‘ডিটক্সিফাই’ করে সাহায্য করে। কিন্তু এর মানে এটাও নয় যে, আপনি একদিকে টানা তামাকজাত দ্রব্য সেবন করে যাবেন আর পাশাপাশি এই খাবারগুলো খেয়ে যাবেন তা হলে শরীরের ক্ষতি হবে না, এটা কিন্তু হয়।