করোনা বাতাসেও ভাসে, থাকে স্মার্টফোনে? নয়া গবেষণায় ভয়ঙ্কর তথ্য!!

Last Updated:
গবেষকরা বলছেন, SARS-CoV-2 বাতাসে থাকতে পারে৷ এমনকী স্মার্টফোনেও থাকে৷ COVID19-ও সেরকমই৷ তাই শুধু কাশি বা হাঁচির ড্রপলেটে বা নাকে-মুখে হাত দিলেই শরীরে বাসা বাঁধাতে পারে, এমনটা নয়৷ বাতাস থেকেও ছড়াতে পারে বলে দাবি স্টাডিতে৷
1/5
করোনা ভাইরাস বাতাসে ভাসে? এ নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রীতিমতো ট্যুইট করে জানিয়েছে, করোনা ভাইরাস এয়ারবর্ন নয়৷ ফলে বাতাসে অসুবিধা নেই৷ গত ২৯ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যুইটটি করে৷ কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, সম্প্রতি একটি স্টাডির পরে৷
করোনা ভাইরাস বাতাসে ভাসে? এ নিয়ে নানা ধোঁয়াশা রয়েছে৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থা রীতিমতো ট্যুইট করে জানিয়েছে, করোনা ভাইরাস এয়ারবর্ন নয়৷ ফলে বাতাসে অসুবিধা নেই৷ গত ২৯ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ট্যুইটটি করে৷ কিন্তু তারপরেও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, সম্প্রতি একটি স্টাডির পরে৷
advertisement
2/5
কী বলছে সেই স্টাডি? গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস বাতাসে থাকতে পারে৷ ইউনিভার্সিটি নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের একদল গবেষকের পরীক্ষাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ এই মেডিক্যাল সেন্টারেও বহু করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন৷
কী বলছে সেই স্টাডি? গবেষণায় দেখা গিয়েছে, করোনা ভাইরাস বাতাসে থাকতে পারে৷ ইউনিভার্সিটি নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের একদল গবেষকের পরীক্ষাতেই উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য৷ এই মেডিক্যাল সেন্টারেও বহু করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন৷
advertisement
3/5
গবেষকরা জানাচ্ছেন, করোনা ভাইরাস বাতাসে থাকতে পারে৷ কোনও করোনা আক্রান্ত রোগী কোনও ঘর ছেড়ে চলে যাওয়ার পরে অনেক্ষণ বাতাসে সক্রিয় থাকে করোনা ভাইরাস৷ স্টাডি বলছে, করোনা পজিটিভ রোগীর ঘরে বাতাসে থাকে ভাইরাস৷ এমনকী ওই ঘরের বাইরেও ঘোরাফেরা করে৷
গবেষকরা জানাচ্ছেন, করোনা ভাইরাস বাতাসে থাকতে পারে৷ কোনও করোনা আক্রান্ত রোগী কোনও ঘর ছেড়ে চলে যাওয়ার পরে অনেক্ষণ বাতাসে সক্রিয় থাকে করোনা ভাইরাস৷ স্টাডি বলছে, করোনা পজিটিভ রোগীর ঘরে বাতাসে থাকে ভাইরাস৷ এমনকী ওই ঘরের বাইরেও ঘোরাফেরা করে৷
advertisement
4/5
এখানেই শেষ নয়৷ গবেষকরা বলছেন, SARS-CoV-2 বাতাসে থাকতে পারে৷ এমনকী স্মার্টফোনেও থাকে৷  COVID19-ও সেরকমই৷ তাই শুধু কাশি বা হাঁচির ড্রপলেটে বা নাকে-মুখে হাত দিলেই শরীরে বাসা বাঁধাতে পারে, এমনটা নয়৷ বাতাস থেকেও ছড়াতে পারে বলে দাবি স্টাডিতে৷
এখানেই শেষ নয়৷ গবেষকরা বলছেন, SARS-CoV-2 বাতাসে থাকতে পারে৷ এমনকী স্মার্টফোনেও থাকে৷ COVID19-ও সেরকমই৷ তাই শুধু কাশি বা হাঁচির ড্রপলেটে বা নাকে-মুখে হাত দিলেই শরীরে বাসা বাঁধাতে পারে, এমনটা নয়৷ বাতাস থেকেও ছড়াতে পারে বলে দাবি স্টাডিতে৷
advertisement
5/5
ইউনিভার্সিটি নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের ডাক্তার মার্ক রুপের কথায়, 'আমরা করোনা আক্রান্তের কাছে যাওয়ার সময় খুবই সতর্ক থাকি৷ কারণ, স্টাডিতে যা উঠে এসেছে, তা সত্যি৷'
ইউনিভার্সিটি নেব্রাস্কা মেডিক্যাল সেন্টারের ডাক্তার মার্ক রুপের কথায়, 'আমরা করোনা আক্রান্তের কাছে যাওয়ার সময় খুবই সতর্ক থাকি৷ কারণ, স্টাডিতে যা উঠে এসেছে, তা সত্যি৷'
advertisement
advertisement
advertisement