Weight Loss Tips: রোজ সকালে এখান এই ম্যাজিকেল ব্ল্যাক কফি, মেদ ঝরবে তড়তড়িয়ে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Weight Loss Tips: এই কফিতে এমনসব উপকরণ রয়েছে যা মেদ ঝরবে পাঁচ গুণ তাড়াতাড়ি
Weight Loss Tips: একটানা বাড়িতে থাকা, বাড়ি থেকেই অফিসের যাবতীয় কাজ, মিটিং, টার্গেট মিট! লকডাউনের সুবাদে এই পরিস্থিতি চলছে রাজ্য জুড়ে। অধিকাংশ অফিসই বন্ধ, কাজ চলছে ওয়ার্ক ফ্রম হোম ভিত্তিতে। ওয়ার্ক ফ্রম হোমে ওজন বাড়ছে তড়তড়িয়ে? আসুন জেনে নেওয়া যাক এই পরিস্থিতিতে কী ভাবে খাওয়া না কমিয়েই ওজন কমানো যায়। অনেকেই আছেন যারা মেদ ঝরানোর জন্য সকালে উঠে ব্ল্যাক কফি খান। তবে জানেন কি এই কফির সঙ্গে আরও একটি জিনিস মেশালে ফল পাবেন আরও দ্রুত? বিশেষজ্ঞদের দাবি, এই কফিতে এমনসব উপকরণ রয়েছে যা মেদ ঝরবে পাঁচ গুণ তাড়াতাড়ি।
advertisement
advertisement
advertisement
জেনে নিন উপকারগুলি - কফিকে বিশ্বের সেরা অ্যান্টিঅক্সিড্যান্ট হিসাবে মনে করা হয়। আপনি যদি প্রতিদিন আধ কাপ কফি পান করেন তবে আপনার ত্বক ভাল ও উজ্জ্বল থাকবে। অ্যাস্থমা, হৃদপেশী সংক্রান্ত রোগ কমাতে তথা ক্যান্সার নিরাময়েও এই কফি অত্যন্ত উপকারী। আর সেজন্যই বহু স্বাস্থ্য বিশেষজ্ঞ এই কফি রেকমেন্ড করে থাকেন
advertisement
advertisement
নারকেল তেলে থাকে মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড, যা মেদ ঝরিয়ে এনার্জি বাড়াতে সাহায্য করে। গবেষণায় দেখা গিয়েছে টানা ১২ সপ্তাহ ধরে সকালে এই কফি খেলে রক্তে ভাল কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। বিএমআই কম হয়। ভুঁড়ি কমে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও দারুণ উপকারী এই কফি। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সোয়াইন ফ্লু, সর্দি, জেনিটাল হারপিস রুখতেও সাহায্য করে এই কফি।