In Pics: রাতে ঘুম আসে না? মেনে চলুন এই কয়েকটা সহজ নিয়ম, ঘুম আসতে বাধ্য !
- Published by:Rukmini Mazumder
Last Updated:
advertisement
ঘুম না আসলে শেষ পর্যন্ত দ্বারস্থ ঘুমের ওষুধের ! অজান্তেই আপনি কিন্তু ট্র্যাঙ্কুইলাইজার বা ঘুমের ওষুধে আষক্ত হয়ে পড়ছেন! পাশাপাশি, এমনটা লাগাতার চলতে থাকলে অচিরেই শরীরে বাসা বাঁধবে ইনসোমনিয়া-র মতো অসুখ! মানসিক অবসাদ বা ডিপ্রেশন, হ্যালুসিনেশন থেকে শুরু করে নানারকমের মানসিক অসুখও দেখা দিতে পারে ! কাজেই আগে থাকতেই সতর্ক হন! সামান্য কয়েকটা বিষয়ে নজর রাখুন! দেখবেন, ঘুমের সমস্যা লেজ গুটিয়ে পালিয়েছে-- Photo Source: Collected
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সারাদিনের ব্যস্ত রুটিনের জেরে অনেকসময়ই মনে বাসা বাঁধে দুশ্চিন্তা, হতাশা, মানসিক অস্বস্তি ! ফলে ঘুম জানলা দিয়ে পালায় ! এই অবস্থায় ঘুমানো বেশ কষ্টসাধ্য ব্যাপার! সমাধান হল- দুশ্চিন্তা ও অস্বস্তিগুলো কাছের মানুষজনের সঙ্গে ভাগ করে নিন! তারপরেও যদি সমস্যা না কমে, তবে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে! Photo Source: Collected