Dengue Symptoms: বর্ষায় ঠান্ডা লাগা নাকি ডেঙ্গু? বাড়ছে রোগের দাপট! অবহেলা না করে জানুন ডেঙ্গুর লক্ষণ
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Dengue Symptoms: ডেঙ্গুর লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। এতে প্রবল জ্বর, মাথাব্যথা, গাঁটে গাঁটে এবং পেশিতে ব্যথা, ফুসকুড়ি এবং ক্লান্তি থাকতে পারে। গুরুতর আকার নিলে এই রোগ প্রাণঘাতীও হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সতর্কতা- ডেঙ্গুর বিস্তার রোধে সতর্কতা পালন করা দরকার। ড. মিশ্রর কথায়, “মশার প্রজনন স্থান নির্মূল করা অপরিহার্য। কারণ এডিস মশা জমা জলে বংশবৃদ্ধি করে। নিয়মিতভাবে জমা জলের বাসন বা পাত্র খালি করা এবং পরিষ্কার করা দরকার। জল রাখার পাত্রগুলিকে ঢেকে রাখা এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা। লম্বা হাতা এবং প্যান্টের মতো পোশাক পরা এবং মশা নিরোধক ব্যবহার করা উচিত।
advertisement
advertisement