বিয়ের পর কেন মোটা হয়ে যায় মেয়েরা? নিয়মিত সেক্স করলে সত্যিই কি ওজন বেড়ে যায়!
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়, এমন কথা তো বহুল প্রচলিত । কিন্তু এর পিছনের আসল কারণটা কী?
• পাশের বাড়ির মধুর সবে বিয়ে হয়েছে । এখনও বছরও গড়ায়নি । আগাগোড়া ছিপছিপে, ঈর্ষনীয় ফিগারের মেয়েটা এখন ফুলে ফেঁপে একসা । নিজেই বুঝতে পারছে না কী করে এমনটা হল । বিয়ের পর মেয়েরা মোটা হয়ে যায়, এমন কথা তো বহুল প্রচলিত । কিন্তু সেই কথাটা যে তাঁর ক্ষেত্রে এমন অক্ষরে অক্ষরে মিলে যাবে সেটা বোধহয় ভাবতেও পারেনি মধু । কিন্তু এর পিছনের আসল কারণটা কী? অনেকেই বলেন, নিয়মিত সেক্স করলে ওজন বাড়ে! সত্যিই কি তাই?
