Health Benefits: মাঝেমধ্যেই মুখে ঘা, খাওয়াদাওয়া ওঠেছে মাথায়! ঘরোয়া টোটকায় দু’দিনে মিলবে স্বস্তি
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Health Benefits: মুখে ঘা হলে জীবন কষ্টকর হয়ে ওঠে। জিভে, গালে বা ঠোঁটের ভিতরে ছোট ছোট ফোস্কা হয়। এটাকেই মাউথ আলসার বলা হয়।
advertisement
advertisement
মাউথ আলসার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও বিভিন্ন কারণে হয়। তবে সাধারণত প্রয়োজনীয় ভিটামিনের অভাব, ডিহাইড্রেশন এবং কিছু খাবার থেকে এমনটা হয়। মুখের ঘা ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলেই সেড়ে যেতে পারে।মাউথ আলসার বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রেও বিভিন্ন কারণে হয়। তবে সাধারণত প্রয়োজনীয় ভিটামিনের অভাব, ডিহাইড্রেশন এবং কিছু খাবার থেকে এমনটা হয়। মুখের ঘা ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করলেই সেড়ে যেতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মধু: মধুর ঔষধি এবং অ্যান্টিমাইক্রোবায়াল গুণাগুণ তাৎক্ষণিকভাবে ক্ষত সারাতে সাহায্য করে। আলসার নিরাম্যের সময়, মধু আশেপাশের জায়গাটিকেও রক্ষা করে এবং এলাকাটিকে সংক্রমিত হওয়া থেকে বাঁচায়। আলসারের উপর বেশি করে মধু দিতে হবে। প্রতি ২ ঘণ্টা অন্তর অন্তর ক্ষতস্থানে মধু দিয়ে যেতে হবে। একদিনের মধ্যে হাতেনাতে ফল মিলবে।