Health Benefit: কোষ্ঠকাঠিন্য থেকে বদহজম, পেটের যে-কোনও সমস্যা গায়েব করবে এই এক ফল

Last Updated:
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে এই ফল
1/5
মহাষৌধি এই গাছে ম্যাজিকের মত সারবে পেটের সব সমস্যা-সহ একাধিক জটিল-কঠিন রোগ।  এই মহাষৌধি গাছের ফলের নাম ননীফল, এই গাছের পোশাকি নাম মরিন্দা সিট্রিফোলিয়া।
মহাষৌধি এই গাছে ম্যাজিকের মত সারবে পেটের সব সমস্যা-সহ একাধিক জটিল-কঠিন রোগ। এই মহাষৌধি গাছের ফলের নাম ননীফল, এই গাছের পোশাকি নাম মরিন্দা সিট্রিফোলিয়া।
advertisement
2/5
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এর মধ্যে এমন কিছু ফল রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অত্যন্ত দুর্লভ। তার মধ্যে অন্যতম ননীফলের গাছ। এই ফল দীর্ঘ সময়ের জন্য তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায়। এর মধ্যে এমন কিছু ফল রয়েছে যা স্বাস্থ্যের জন্য উপকারী হলেও অত্যন্ত দুর্লভ। তার মধ্যে অন্যতম ননীফলের গাছ। এই ফল দীর্ঘ সময়ের জন্য তারুণ্য ধরে রাখতে সাহায্য করে।
advertisement
3/5
পেটের সমস্যা দূর করতে ননীফল খান। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফলটি সঞ্জীবনির মত কাজ করে। কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার মত রোগ নিরাময়েও এই ফল বিশেষ উপকারী।
পেটের সমস্যা দূর করতে ননীফল খান। যাদের হজমের সমস্যা রয়েছে তাদের জন্য এই ফলটি সঞ্জীবনির মত কাজ করে। কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার মত রোগ নিরাময়েও এই ফল বিশেষ উপকারী।
advertisement
4/5
ননীফল রক্ত শুদ্ধ করে। মৃত কোষকে পুনরুজ্জীবিত করতে ননী সারা বিশ্বে পুষ্টিকারক পানীয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। মধুমেহ, রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, বদহজম, ক্যান্সার, কিডনির রোগ, মাসিক সমস্যা, স্থুলতা, পক্ষাঘাত, চুল পড়া, যক্ষা, চর্মরোগ-সহ নানা জটিল সমস্যা সমাধান করতে পারে এই ফল।
ননীফল রক্ত শুদ্ধ করে। মৃত কোষকে পুনরুজ্জীবিত করতে ননী সারা বিশ্বে পুষ্টিকারক পানীয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। মধুমেহ, রক্তচাপ, কোষ্ঠকাঠিন্য, বদহজম, ক্যান্সার, কিডনির রোগ, মাসিক সমস্যা, স্থুলতা, পক্ষাঘাত, চুল পড়া, যক্ষা, চর্মরোগ-সহ নানা জটিল সমস্যা সমাধান করতে পারে এই ফল।
advertisement
5/5
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে এই ফল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের কলবাড়ি এলাকারর বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মণ্ডল বাড়িতেই রোপন করেছেন এই গাছ। সাধারণত পাকা ননী ফল গাছ থেকে পেড়ে সেগুলি একটি এয়ারটাইট জারে এক থেকে দেড় মাস রেখে দিলে ফল থেকে এক ধরনের রসাল তরল পদার্থ বেরিয়ে আসে যা ননি জুস। ননী জুসের ব্যবহার দিন দিন বাড়ছে, তাই এই গাছের চাহিদাও সমানে বাড়ছে।
শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সংক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে এই ফল। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহাকুমার বসিরহাটের কলবাড়ি এলাকারর বায়ো সায়েন্সের ছাত্র অরবিন্দ মণ্ডল বাড়িতেই রোপন করেছেন এই গাছ। সাধারণত পাকা ননী ফল গাছ থেকে পেড়ে সেগুলি একটি এয়ারটাইট জারে এক থেকে দেড় মাস রেখে দিলে ফল থেকে এক ধরনের রসাল তরল পদার্থ বেরিয়ে আসে যা ননি জুস। ননী জুসের ব্যবহার দিন দিন বাড়ছে, তাই এই গাছের চাহিদাও সমানে বাড়ছে।
advertisement
advertisement
advertisement