Durga Puja 2025: বংশপরম্পরায় আজও ৩০৩ বছরের বেশি প্রাচীন এই দুর্গাপুজোয় দশভুজার মূর্তি তৈরি হয় মহিলাদের হাতে
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Durga Puja 2025:হাসনাবাদ রামেশ্বরপুর ঘোষ বাড়ির পুজো ৩০৩ বছরের গদাধর ঘোষ প্রথম পুজো চালু করেছিলেন। সেই বংশপরম্পরা আজও ঠাকুর দালালে পূজো হয়ে আসছে জমিদারি নেই কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে।
হাসনাবাদ, জুলফিকার মোল্যা: নারীশক্তি, শিল্প আর সীমান্তের স্মৃতি—সব মিলিয়ে অনন্য ঘোষবাড়ির পুজো। ভারত বাংলাদেশ সীমান্তে ৩০৩ বছরে ঘোষ বাড়ির বংশ পরম্পরায় আজও ইতিহাস বহন করে চলেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ রামেশ্বরপুর ঘোষ বাড়ির পুজো ৩০৩ বছর আগে গদাধর ঘোষ প্রথম পুজো চালু করেছিলেন। সেই বংশপরম্পরা আজও ঠাকুরদালানে পুজো হয়ে আসছে।
আজ জমিদারি নেই, কিন্তু প্রাচীন ইতিহাস সংস্কৃতি জড়িয়ে রয়েছে ঘোষবাড়ির দালানকোঠায়। ১৯৭১ সালে তরুণ মজুমদারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘নিমন্ত্রণ’-এর শুটিং হয়েছিল এই ঠাকুরদালানে। বাড়ির সদস্য তৃপ্তি ঘোষ জানালেন শ্যুটিং-এর দিনগুলিতে অনুপকুমার এবং সন্ধ্যা রায় সেই সময়ে দালানকোঠায় ছাগল চড়িয়েছিলেন। পাশাপাশি ইছামতি নদীতে নৌকাবিহারও করেছিলেন।
আরও পড়ুন : আগাছায় ঢেকেছে জমিদার বাড়ি, জৌলুস কমলেও ৬০০ বছরের প্রাচীন দুর্গাপুজোয় আজও বহমান এক বিশেষ রীতি
এছাড়া সৌমিত্র চট্টোপাধ্যায়ের ‘শাস্তি’ ছবির চিত্রনাট্য লেখা হয়েছিল এই দালানকোঠায়। তাই আজ ঘোষ বাড়ির পুজো সর্বজনীন গ্রামের পুজো হয়ে দাঁড়িয়েছে। বংশপরম্পরায় দাস পরিবারের মহিলা প্রতিমা শিল্পীরা আজও প্রতিমা করেন। প্রতিমা শিল্পী সাধনা দাস বলেন, ‘‘আমাদের পুরনো প্রজন্ম, তার পরের প্রজন্ম এই প্রতিমা গড়েছেন। আমরাও এক কাঠামোর প্রতিমা তৈরি করে চলেছি।’’ ঘোষবাড়ির পুজোর সূচনা প্রতিপদে। তার পর থেকে দশ দিন ধরে চলে দুর্গাপুজো। আজও প্রাচীন সংস্কৃতি বহন করে চলেছে ঘোষবাড়ির পুজো।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 06, 2025 6:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: বংশপরম্পরায় আজও ৩০৩ বছরের বেশি প্রাচীন এই দুর্গাপুজোয় দশভুজার মূর্তি তৈরি হয় মহিলাদের হাতে