Harvest Moon 2023: বিরল মহাজাগতিক! বছরের শেষ সুপারমুন আজ সন্ধ্যার আকাশে, জানুন দেখার সময়

Last Updated:
Harvest Moon 2023: চলতি বছরের এটি চতুর্থ সুপারমুন। পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় ‘হারভেস্ট মুন’।
1/9
বছরের শেষ সুপারমুন শোভা পাবে বৃহস্পতির আকাশে। চলতি বছরের এটি চতুর্থ সুপারমুন। পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় ‘হারভেস্ট মুন’।
বছরের শেষ সুপারমুন শোভা পাবে বৃহস্পতির আকাশে। চলতি বছরের এটি চতুর্থ সুপারমুন। পশ্চিমী দুনিয়ায় একে বলা হয় ‘হারভেস্ট মুন’।
advertisement
2/9
সাধারণত হারভেস্ট মুন-এর সঙ্গেই শেষ হয় গ্রীষ্মের মরশুম। গুটি গুটি পায়ে এগোতে থাকে শীতের ঋতু।
সাধারণত হারভেস্ট মুন-এর সঙ্গেই শেষ হয় গ্রীষ্মের মরশুম। গুটি গুটি পায়ে এগোতে থাকে শীতের ঋতু।
advertisement
3/9
উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ। ফলে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব সময় স্থির থাকে না।
উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে চাঁদ। ফলে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সব সময় স্থির থাকে না।
advertisement
4/9
পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কম থাকলে তাকে বলা হয় অনুসূর অবস্থান। আবার এই দূরত্ব বেড়ে গেলে সেটি হল অপসূর অবস্থান। অনুসূর অবস্থানেই সুপারমুন দেখা যায়।
পৃথিবীর সঙ্গে চাঁদের দূরত্ব কম থাকলে তাকে বলা হয় অনুসূর অবস্থান। আবার এই দূরত্ব বেড়ে গেলে সেটি হল অপসূর অবস্থান। অনুসূর অবস্থানেই সুপারমুন দেখা যায়।
advertisement
5/9
সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিনগুলিতে চাঁদের আকার অনেক বেশি বড় হয়৷
সাধারণ পূর্ণিমার তুলনায় সুপারমুনের দিনগুলিতে চাঁদের আকার অনেক বেশি বড় হয়৷
advertisement
6/9
এর আগে গত ৩ জুলাই এবং ১ ও ৩০ অগাস্ট পৃথিবীর আকাশে সুপারমুন দেখা গিয়েছিল।
এর আগে গত ৩ জুলাই এবং ১ ও ৩০ অগাস্ট পৃথিবীর আকাশে সুপারমুন দেখা গিয়েছিল।
advertisement
7/9
২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর আকাশে সুপারমুনে উদয় হবে। পরের দিন অর্থা‍ত ২৯ সেপ্টেম্বর ভোর ৪.৩০ মিনিটে হারভেস্ট মুন দেখা যাবে।
২৮ সেপ্টেম্বর সূর্যাস্তের পর আকাশে সুপারমুনে উদয় হবে। পরের দিন অর্থা‍ত ২৯ সেপ্টেম্বর ভোর ৪.৩০ মিনিটে হারভেস্ট মুন দেখা যাবে।
advertisement
8/9
এ সময় শরতকালীন ফসলে ক্ষেত ভরে থাকে৷ তাই এই ঋতুকালীন চাঁদের নাম হারভেস্ট মুন৷ নামকরণের সঙ্গে জড়িয়ে আছে কৃষিজ সভ্যতা৷
এ সময় শরতকালীন ফসলে ক্ষেত ভরে থাকে৷ তাই এই ঋতুকালীন চাঁদের নাম হারভেস্ট মুন৷ নামকরণের সঙ্গে জড়িয়ে আছে কৃষিজ সভ্যতা৷
advertisement
9/9
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement