Hair: চুল বেঁধে রাখলে বেশি লম্বা হয় নাকি খোলা রাখলে? এই ‘ফর্মুলা’ জেনে নিলেই ফিরে আসবে চুলের গ্রোথ, চুল পড়া কমানোর বড় ‘সিক্রেট’ জেনে নিন
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Hair Growth Tips: একটি প্রশ্ন সবার মনে থাকে যে চুল খোলা রাখলে বেশি লম্বা হয় নাকি বেঁধে রাখলে
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
খুব টাইট পনিটেল বা বিনুনি বাঁধলে মাথার ত্বকে চাপ পড়ে এবং হেয়ার ফলিকলস দুর্বল হয়ে যায়। এর ফলে চুল ভাঙতে শুরু করে। এবং দীর্ঘমেয়াদে চুল পাতলা হয়ে যায়। চুল পড়ার কারণ হতে পারে। বাইরে বের হওয়ার সময় যদি রোদ বা দূষণ বেশি হয় তাহলে চুল স্কার্ফ বা ওড়না দিয়ে ঢেকে নেওয়া উচিত। এতে চুল সুরক্ষিত থাকবে এবং তাদের প্রাকৃতিক আর্দ্রতাও বজায় থাকবে।
advertisement
মোটকথা, চুলকে লম্বা এবং স্বাস্থ্যবান করার আসল ফর্মুলা হল ভারসাম্য। অর্থাৎ না চুল সবসময় খোলা রাখা এবং না টাইট বেঁধে রাখা। এছাড়াও, সঠিক ডায়েট, নিয়মিত তেল মালিশ, সময়মতো হেয়ার মাস্ক এবং সঠিকভাবে চিরুনি করা চুলের লম্বা হতে সাহায্য করে। যদি এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলির প্রতি মনোযোগ দেওয়া যায় তাহলে চুল লম্বা, ঘন এবং মজবুত হবে এবং তাদের সৌন্দর্য বজায় থাকবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)