Hair Care: ১৫ দিনেই এক ঢাল ঘন, কালো, ঝলমলে চুল! 'এই' পাতা ব্যবহার করুন বিশেষ পদ্ধতিতে, পুজোর আগেই ম্যাজিক ফল

Last Updated:
Hair Care: চুলের যত্ন নিতে পারেন বিনা খরচে। চুল হবে সিল্কি এবং সতেজ। কেশুতি এবং ভৃঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ঔষধি গুণ। এই পাতা ব্যবহার করে চুল শক্ত এবং সৌন্দর্যময় রাখতে পারবেন দীর্ঘদিন।
1/6
*চুলের যত্ন নিতে পারেন বিনা খরচে। চুল হবে সিল্কি এবং সতেজ। কেশুতি এবং ভৃঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ঔষধি গুণ।
*চুলের যত্ন নিতে পারেন বিনা খরচে। চুল হবে সিল্কি এবং সতেজ। কেশুতি এবং ভৃঙ্গরাজ পাতায় রয়েছে অসম্ভব ঔষধি গুণ।
advertisement
2/6
*জানেন কি? মাথার চুল ভাল রাখতে ভুরি ভুরি টাকা খরচ বাঁচাতে পারে, গ্রাম বাংলার আনাছে-কানাচে বেড়ে ওঠা এই গাছ।
*জানেন কি? মাথার চুল ভাল রাখতে ভুরি ভুরি টাকা খরচ বাঁচাতে পারে, গ্রাম বাংলার আনাছে-কানাচে বেড়ে ওঠা এই গাছ।
advertisement
3/6
*কথায় রয়েছে কেশ'ই নারীর বেশ। সেদিক থেকে মাথার চুল ভাল রাখতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম তো রয়েছে। যদি হাতের কাছে থাকে কেশুতি, তাহলে তো আর কথাই নেই।
*কথায় রয়েছে কেশ'ই নারীর বেশ। সেদিক থেকে মাথার চুল ভাল রাখতে এবং চুলের সৌন্দর্য বাড়াতে নিরলস পরিশ্রম তো রয়েছে। যদি হাতের কাছে থাকে কেশুতি, তাহলে তো আর কথাই নেই।
advertisement
4/6
*কেশুতি চুলের নানা সমস্যা দূর করে। যেমন চুল ওঠা, রুক্ষ চুল, চুল ভেঙে যাওয়ার মত নানা সমস্যা সমাধানে দারুন কার্যকরী।
*কেশুতি চুলের নানা সমস্যা দূর করে। যেমন চুল ওঠা, রুক্ষ চুল, চুল ভেঙে যাওয়ার মত নানা সমস্যা সমাধানে দারুন কার্যকরী।
advertisement
5/6
*এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি ও ভৃঙ্গরাজ পাতার রস চুলে মাখলে, চুল কালো এবং গোড়া শক্ত হয়।
*এ প্রসঙ্গে ডা: সৌরেন্দু শেখর বিশ্বাস জানান, কেশুতি ও ভৃঙ্গরাজ পাতার রস চুলে মাখলে, চুল কালো এবং গোড়া শক্ত হয়।
advertisement
6/6
*উপকার পেতে এই পাতা ছায়ায় শুকিয়ে ভাল নারকেল তেলে মিশিয়ে নিন। কয়েক দিন রাখার পর। পাতা ছেঁকে ওই তেল চুলে মাখলে। দারুন উপকার পাওয়া যেতে পারে।
*উপকার পেতে এই পাতা ছায়ায় শুকিয়ে ভাল নারকেল তেলে মিশিয়ে নিন। কয়েক দিন রাখার পর। পাতা ছেঁকে ওই তেল চুলে মাখলে। দারুন উপকার পাওয়া যেতে পারে।
advertisement
advertisement
advertisement