Habits That Cause Early Aging: চামড়া কুঁচকে দ্রুত নেমে আসছে অকাল বার্ধক্য? দেখুন তো এই অভ্যাসগুলি আপনার নেই তো?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
চিরসবুজ থাকতে চান? ত্বক থাকবে টান টান, শরীরে থাকবে না বার্ধক্য-জ্বরা? এমনটা চান না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু সত্যিই কী তা অসম্ভব? আসলে মানুষ চাইলে সবই সম্ভব। যদি থাকে একটু সতর্কতা ও চেষ্টা। প্রতিটি মানুষেরই শরীরের পক্ষে ক্ষতিকারক এমন কোনও না কোনও অভ্যাস থাকে। সেই অভ্যাসগুলি শুধু শরীরের পক্ষেই ক্ষতিকারক নয়, বার্ধক্যের প্রক্রিয়াকেও ত্বরান্বিত করে দেয়।
advertisement
advertisement
স্ট্রেস - কোনও বিষয়ে বেশি চিন্তা করলে শরীরে বার্ধক্য বাসা বাঁধে। এমনকী তার ফলে কোনও মানসিক বা শারীরিক ব্যাধিরও শিকার হতে পারেন আপনি। বিশেষজ্ঞ জানাচ্ছেন মানুষ এই স্ট্রেসটি হয়ত বুঝতে পারেন না, কিন্তু এটি একটি 'প্রাণঘাতী সাইলেন্ট কিলার'। তাই দীর্ঘদিন তরতাজা ও ঝকঝকে থাকতে বেশি মানসিক চাপ একেবরেই নেবেন না। তবেই ধরে রাখতে পারবেন বয়স।
advertisement
advertisement
advertisement
advertisement
ধূমপান ও মদ্যপান - মানসিক চাপ কমাতে অনেকেই ধূমপান, মদ্যপান বা মাদক সেবন করেন। কিন্তু এর ওভারডোজে মানুষের মৃত্যুও হতে পারে। তাছাড়া প্রতিদিন মদ্যপান ও ধূমপান করলে মানুষ দ্রুত বার্ধক্যের দিকেও এগিয়ে যান। চোখের তলায় চামড়া ঝুলতে শুরু করে। বলিরেখা পড়তে দেখা যায় দ্রুত। তাই এই অভ্যাসগুলিও ত্যাগ করা জরুরি।