Healthy Lifestyle: যৌবনের টোটকা! বাজারে নতুন উঠেছে, দারুণ টেস্টি... এই সবজি পাতে রাখলে ফিগার হবে চাবুক, ত্বক হবে টানটান... খাচ্ছেন তো?

Last Updated:
Healthy Lifestyle: যদি ওজন কমাতে চান, তাহলে এঁচোড় কাজে লাগতে পারে। রেসভেরাট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। ডায়েটে রাখতে পারেন এই সুস্বাদু সবজি।
1/6
কাঁচায় এঁচোড় আর পাকলে কাঁঠাল। এ এমন এক সবজি ছোট থেকে বড়, সকলেই খেতে পছন্দ করেন। কাঁঠাল ফল হিসাবে খাওয়া হয় আর এঁচোড় সবজি হিসেবে। একে গাছ পাঁঠা নামেও ডাকা হয়। সঙ্গে চিংড়ি হলে তো আর কথাই নেই।
কাঁচায় এঁচোড় আর পাকলে কাঁঠাল। এ এমন এক সবজি ছোট থেকে বড়, সকলেই খেতে পছন্দ করেন। কাঁঠাল ফল হিসাবে খাওয়া হয় আর এঁচোড় সবজি হিসেবে। একে গাছ পাঁঠা নামেও ডাকা হয়। সঙ্গে চিংড়ি হলে তো আর কথাই নেই।
advertisement
2/6
যাঁদের মধুমেহ রয়েছে, তাঁদের জন্য দারুণ উপকারী এঁচোড়। রক্তে শর্করার মাত্রা বজায় রাখে এটি। হৃদরোগ প্রতিরোধ করে। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে।
যাঁদের মধুমেহ রয়েছে, তাঁদের জন্য দারুণ উপকারী এঁচোড়। রক্তে শর্করার মাত্রা বজায় রাখে এটি। হৃদরোগ প্রতিরোধ করে। ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কম করতে সাহায্য করে।
advertisement
3/6
শরীরে অকালবার্ধক্য বা জরার ছাপকেও ঠেকিয়ে রাখে এটি ৷ যৌবন ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।
শরীরে অকালবার্ধক্য বা জরার ছাপকেও ঠেকিয়ে রাখে এটি ৷ যৌবন ধরে রাখতে এর জুড়ি মেলা ভার।
advertisement
4/6
যদি ওজন কমাতে চান, তাহলে এঁচোড় কাজে লাগতে পারে। রেসভেরাট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। ডায়েটে রাখতে পারেন এই সুস্বাদু সবজি।
যদি ওজন কমাতে চান, তাহলে এঁচোড় কাজে লাগতে পারে। রেসভেরাট্রল নামক অ্যান্টিঅক্সিডেন্টের উৎস। ডায়েটে রাখতে পারেন এই সুস্বাদু সবজি।
advertisement
5/6
এঁচোড়ে আছে ভিটামিন এ৷ দৃষ্টিশক্তি ভাল রাখে এই উপাদান৷ রেটিনার ক্ষতি রোধ করার পাশাপাশি চোখের সার্বিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে৷
এঁচোড়ে আছে ভিটামিন এ৷ দৃষ্টিশক্তি ভাল রাখে এই উপাদান৷ রেটিনার ক্ষতি রোধ করার পাশাপাশি চোখের সার্বিক স্বাস্থ্যেরও খেয়াল রাখে৷
advertisement
6/6
হজমশক্তি বাড়িয়ে পেটে্র স্বাস্থ্য ভাল রাখে এঁচোড়৷ অ্যান্টি অক্সিড্যান্ট বলিরেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে৷
হজমশক্তি বাড়িয়ে পেটে্র স্বাস্থ্য ভাল রাখে এঁচোড়৷ অ্যান্টি অক্সিড্যান্ট বলিরেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে৷
advertisement
advertisement
advertisement